জুভেন্টাসকে জেতালেন রোনালদো

ronaldo
ছবি: এএফপি

নিশ্চিত ড্রয়ের দিকে এগোতে থাকা ম্যাচের ভাগ্য গড়ে দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে লক্ষ্যভেদ করে জুভেন্টাসকে পূর্ণ তিন পয়েন্ট এনে দিলেন পর্তুগিজ তারকা। তাতে ইন্টার মিলানকে টপকে ফের ইতালিয়ান সিরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষে উঠল মাউরিজিও সারির শিষ্যরা।

বুধবার রাতে ঘরের মাঠে জেনোয়াকে ২-১ গোলে হারিয়েছে জুভরা। ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে স্বাগতিকদের পক্ষে জয়সূচক গোলটি করেন রোনালদো।

জুভেন্টাস স্টেডিয়ামে ম্যাচের ৩৬তম মিনিটে এগিয়ে যায় ইতালিয়ান লিগের টানা আটবারের চ্যাম্পিয়নরা। রদ্রিগো বেনতাঞ্চুরের কর্নার বিপদমুক্ত করতে গেলেও বলের নাগাল পেতে ব্যর্থ হন জেনোয়া গোলরক্ষক। সেই সুযোগে হেড করে বল জালে পাঠান ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি।

পাঁচ মিনিট পর ক্রিস্টিয়ান কোয়ামের গোলে সমতা ফেরায় জেনোয়া। জুভেন্টাসের রক্ষণের ভুলে বল পেয়ে জালের ঠিকানা খুঁজে নেন আইভরিকোস্টের এই ফরোয়ার্ড। ১-১ ব্যবধানে সমতায় থেকে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে দশ জনের দলে পরিণত হয় জেনোয়া। আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রান্সেস্কো কাসসাতা। তবে গোলরক্ষক আন্দ্রেই রাদুর দৃঢ়তায় সমতা ধরে রাখে দলটি। ৮৭তম মিনিটে আদ্রিয়েন র‍্যাবিও লাল কার্ড পেলে জুভরাও দশ জনের দলে পরিণত হয়।

বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার পর অবশেষে ম্যাচের যোগ করা সময়ে কাঙ্ক্ষিত গোলটি পায় জুভেন্টাস। ভিএআরের সহায়তা নিয়ে রেফারি পেনাল্টির বাঁশি বাজানোর পর স্পট-কিক থেকে নিখুঁত শটে গোল করেন রোনালদো। চলতি লিগে এটি তার পঞ্চম গোল।

এর দুই মিনিট আগেও বল জালে পাঠিয়েছিলেন ৩৪ বছর বয়সী রোনালদো। কিন্তু ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে রেফারি দেখতে পান পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার ছিলেন অফসাইডে। তাই গোলটি বাতিল করা হয়।

১০ ম্যাচে ৮ জয় ও ২ ড্রয়ে সিরি আ’তে অপরাজিত জুভেন্টাসের অর্জন ২৬ পয়েন্ট। সমান ম্যাচে ৮ জয়, ১ ড্র ও ১ হারে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া ইন্টার মিলানের পয়েন্ট ২৫। ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আটালান্টা।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

13m ago