অস্ত্র, ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক
সাভারে অভিযান চালিয়ে প্লাবন খান মজলিশ নামে কলেজ শাখা এক ছাত্রলীগ নেতাকে অস্ত্র ও ৫০০ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব-৪।
র্যাবের দাবি, আটক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আগেও মাদক মামলা রয়েছে এবং সে একজন মাদক ব্যবসায়ী।
গতকাল (৩০ অক্টোবর) গভীর রাতে পৌর এলাকার দক্ষিণপাড়া নিজ বাড়ি সংলগ্ন ব্যক্তিগত অফিস থেকে ওই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়।
আটক প্লাবন খান মজলিশ (২৫) সরকারি সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
র্যাব জানায়, গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর এএসপি নরেশ চাকমা ও এসআই কাউসার মাতবরের নেতৃত্বে রাজধানীর মিরপুরের র্যাব-৪ এর একটি দল সাভার দক্ষিণপাড়া এলাকায় ওই ছাত্রলীগ নেতার বাড়ি সংলগ্ন অফিসে অভিযান চালায়।
সেসময় তল্লাশি চালিয়ে একটি রিভলভার ও ৫০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
মিরপুর র্যাব-৪ এর অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্র ও মাদকসহ আটক ছাত্রলীগে নেতা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। বিভিন্ন গ্রাহকের কাছে ইতোপূর্বে মাদক বিক্রির বিপুল সংখ্যক তথ্য তার কাছ থেকে পাওয়া গেছে।
এর আগেও ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।
এব্যাপারে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম বলেন, “প্লাবনকে আটকের বিষয়টি শুনেছি। মাদক ব্যবসায়ীদের আমাদের দলে কোনো স্থান নেই। আমরা দ্রুত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবো।”
Comments