মিয়ানমার বাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে নিহত
টেকনাফে নাফ নদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গুলিতে নূর মোহাম্মদ নামের এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। সেসময় আহত হন আবুল কালাম নামের অপর এক জেলে।
কয়েকজন বাংলাদেশি জেলে নাফ নদীতে ঠেলা জাল নিয়ে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা গুলি করে বলে জানান স্থানীয়রা।
আজ (৩১ অক্টোবর) ভোরের দিকে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে টেকনাফের খারাংখালীতে বিজিবির একটি দল টহল দেওয়ার সময় ৫ নং স্লুইচ গেট এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় দুই ব্যক্তিকে দেখতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন গুলিবিদ্ধ দুই ব্যক্তির মধ্যে একজন মৃত এবং অপরজন কাতরাচ্ছে।
আহত ব্যক্তিকে জিজ্ঞাস করে জানা যায়, নিহত ব্যক্তি হোয়াইক্যং পূর্ব মহেশখালীয়া পাড়ার জেলে মৃত ছিদ্দিক আহমদের ছেলে নূর মোহাম্মদ (৩৪) এবং আহত ব্যক্তি একই গ্রামের বক্তার আহমদের ছেলে আবুল কালাম (৩২)।
এরপর বিজিবি সদস্যরা আহত জেলেকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকালে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
গুলিতে নিহত জেলের মৃতদেহ টেকনাফ থানা পুলিশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য জাহেদ হোছাইন বলেন, “গুলিতে নিহত এবং আহত ব্যক্তিরা অসহায়-গরিব এবং এই এলাকার জেলে। অভাবের তাড়নায় নাফ নদীতে ঠেলা জাল টানতে গিয়েই টহলরত মিয়ানমার বাহিনীর গুলিতে নিহত এবং আহত হয়।”
এই ব্যাপারে টেকনাফ বিজিবি ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান সাংবাদিকদের বলেন, গুলিতে এক জেলে নিহত এবং অপর এক জেলে আহত হয়েছেন। তবে ঘটনাটি কেনো সংঘটিত হয়েছে তা অনুসন্ধান করার পর বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
নিহত নূর মোহাম্মদের সংসারে স্ত্রী, চার মেয়ে, এক ছেলে রয়েছে।
Comments