ফাইনালে জিতে লক্ষ্য পূরণ করতে চান জামাল
আসর শুরুর আগে চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক জানিয়েছিলেন, তাদের লক্ষ্য শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের শিরোপা জেতা। সেই একই সুর প্রতিধ্বনিত হয়েছিল দলটির অধিনায়ক জামাল ভূঁইয়ার কণ্ঠেও। সেই লক্ষ্য পূরণের খুব কাছে পৌঁছে গেছেন বন্দরনগরীর দলটি। আর মাত্র একটি ধাপ ঠিকঠাকভাবে পেরোতে পারলেই চ্যাম্পিয়ন হবেন জামালরা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ক্লাব কাপের ফাইনালে মালয়েশিয়ার টেরেঙ্গানু এফসির মুখোমুখি হবে স্বাগতিক ক্লাব চট্টগ্রাম আবাহনী। এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে আবাহনী দলনেতা জামাল শিরোপা জেতার প্রত্যয়ের জানিয়েছেন আরও একবার, ‘প্রতিযোগিতা শুরুর আগে আমাদের কেবল একটাই লক্ষ্য ছিল এবং সেই লক্ষ্যটা আমরা অর্জন করতে চাই আগামীকাল (বুধবার) ফাইনাল জিতে। সবাই ফাইনালে খেলতে মুখিয়ে আছে।’
৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল চট্টগ্রাম আবাহনী। শেষ চারের নাটকীয় লড়াইয়ে দুবার পিছিয়ে পড়েও অতিরিক্ত সময়ের গোলে ভারতের গোকুলাম কেরালা এফসিকে তারা হারায় ৩-২ ব্যবধানে।
টেরেঙ্গানু ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখায় সেমিতে। সেখানে তারা ভারতের মোহনবাগান এসির বিপক্ষে জেতে ৪-২ গোলে। চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩ গোল করেছে দলটি। তাদের ইংলিশ স্ট্রাইকার লি টাক ৬ গোল নিয়ে আছেন সর্বোচ্চ গোলদাতাদের তালিকার শীর্ষে।
আরও পড়ুন: চারটি বুলেটও দমাতে পারেনি জামালের স্বপ্ন
Comments