সাকিবকে ছাড়া দিল্লিতে অনুশীলনে বাংলাদেশ দল

আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ায় আগামী অন্তত এক বছরের জন্য মাঠের বাইরে থাকবেন সাকিব আল হাসান। তাই তাকে ছাড়াই আগের দিন ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে উড়ে গেছে বাংলাদেশ দল। পৌঁছানোর পর আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অনুশীলনও শুরু করে দিয়েছেন ক্রিকেটাররা। দলের সেরা তারকা সাকিব নিষিদ্ধ হওয়ার পর এই প্রথম কোনো অনুশীলন সেশন করেছে বাংলাদেশ।

আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ায় আগামী অন্তত এক বছরের জন্য মাঠের বাইরে থাকবেন সাকিব আল হাসান। তাই তাকে ছাড়াই আগের দিন ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে উড়ে গেছে বাংলাদেশ দল। পৌঁছানোর পর আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অনুশীলনও শুরু করে দিয়েছেন ক্রিকেটাররা। দলের সেরা তারকা সাকিব নিষিদ্ধ হওয়ার পর এই প্রথম কোনো অনুশীলন সেশন করেছে বাংলাদেশ।

আগামী ৩ নভেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। তার আগে ম্যাচের ভেন্যুতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অনুশীলনে ঘাম ঝরিয়েছেন মাহমুদউল্লাহ-মুশফিকুর রহিমরা।

দেশ ছাড়ার আগে বিশ্বসেরা অলরাউন্ডারের জায়গায় দায়িত্ব পাওয়া নতুন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ জানিয়েছিলেন, সাকিবকে ছাড়া ভিন্ন পরিস্থিতিতে আর সংকটময় সময়ে দেশের হয়ে জান দিয়ে লড়বেন তারা। দলের আরেক অভিজ্ঞ তারকা মুশফিক জানিয়েছিলেন, উদ্ভূত কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো ভালো খেলা। আর শক্তিশালী ভারতের বিপক্ষে সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য তারা তৈরি।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

13h ago