হোয়াটসঅ্যাপে ভারতীয়দের ওপর নজরদারি করেছে ইসরায়েলি সংস্থা
ইসরায়েলি একটি সংস্থা স্পাইওয়্যারের মাধ্যমে ভারতের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের হোয়াটসঅ্যাপে নজরদারি চালিয়েছে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এই নজরদারির ঘটনার সত্যতা স্বীকার করেছে।
এনডিটিভির খবরে বলা হয়, বেশ কয়েকজন ভারতীয় ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন যে চলতি বছরের শুরুর দিকে তাদের হোয়াটসঅ্যাপের ওপর নজরদারি করেছে ইসরায়েলি সংস্থা এনএসও’র স্পাইওয়্যার। মনে করা হচ্ছে পেগাসাস নামের ওই স্পাইওয়্যারের মাধ্যমে ২০১৯ সালের মে পর্যন্ত দুই সপ্তাহ ব্যাপী তাদের হোয়াটসঅ্যাপ গতিবিধির ওপর নজর রাখা হয়।
মঙ্গলবার হোয়াটসঅ্যাপের মূল সংস্থা ফেসবুক ইসরায়েলি সাইবার সিকিউরিটি সংস্থা এনএসওয়ের বিরুদ্ধে মামলা করেছে। তারা অভিযোগ করেছে যে এই সংস্থাটি ২০টি দেশের ১, ৪০০ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী, যার মধ্যে রয়েছেন সাংবাদিক, কূটনীতিক, মানবাধিকার কর্মী এবং প্রবীণ সরকারি কর্মকর্তার হোয়াটসঅ্যাপ সার্ভারকে ম্যালওয়্যার ছড়িয়ে দিতে ব্যবহার করেছে।
স্পাইওয়্যারটি যাদের ফোনে হামলা চালায় সেই ফোনগুলির অপারেটিং সিস্টেম করায়ত্ত করে হোয়াটসঅ্যাপের বার্তা, কল এবং পাসওয়ার্ডগুলোও উন্মুক্ত করে দেয়।
যদিও কোন কোন ভারতীয়ের হোয়াটসঅ্যাপে এই নজরদারি চালিয়েছে ইসরায়েলি সংস্থাটি তা জানাতে অস্বীকার করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তারা শুধু বলেছে যে ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।
যদিও এনএসও এই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, “আমরা এই অভিযোগগুলিকে অস্বীকার করছি এবং আমরা এই অভিযোগের বিরুদ্ধে লড়াই করব। আমাদের প্রযুক্তি মানবাধিকার কর্মী এবং সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহারের জন্য ডিজাইন বা লাইসেন্স করা হয়নি।”
Comments