সাকিব ইস্যুতে বিসিবির কিছু করার সুযোগ সীমিত
জুয়াড়ির কাছ থেকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়েও তা আইসিসিকে না জানানোর কারণে মঙ্গলবার (২৯ অক্টোবর) সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। যদিও শর্ত সাপেক্ষে ফিরতে পারবেন এক বছর পরই। কিন্তু তাকে ছাড়া বাংলাদেশের ক্রিকেট অনেকটা অসহায়ই বলা যায়। তাই দ্রুতই তাকে মাঠে দেখতে চান দেশের ভক্ত-সমর্থকরা। প্রত্যাশা আইসিসির কাছে আবেদন করে যদি কিছু করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কিন্তু সাকিবের এ ইস্যুতে বিসিবির কিছু করার সুযোগ খুব কম দেখছেন প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তবে চেষ্টা চালাবেন বলেও জানালেন তিনি, 'বিষয়টায় আসলে বিসিবির করার সুযোগ সীমিত। যেহেতু সংশ্লিষ্ট ক্রিকেটার এটা মেনে নিয়ে চুক্তির মধ্যে চলে গেছে। তার পরও অবশ্যই আমরা আইনগত বিষয়গুলো দেখবে বিসিবি কতটা কাজ করার সুযোগ আছে এখানে। আমরা ইতিমধ্যেই আমাদের লিগাল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি। এখানে আদৌ কোনো সুযোগ আছে কিনা, এটি আমরা কথা বলে দেখব।'
সাকিব জুয়াড়িদের সঙ্গে সম্পৃক্ত কিনা এ নিয়ে তদন্ত চলতি বছরের জানুয়ারি থেকেই করছে বিসিবি। তবে রায় ঘোষণা করে দুইদিন আগে। তবে লম্বা সময় ধরে তদন্ত হলেও বিসিবি কিছু জানত না বলে জানিয়েছিলেন সভাপতি নাজমুল হাসান পাপন। তাই আইনী দিকগুলো সেভাবে দেখতে পারেনি তারা। প্রধান নির্বাহীর ভাষায়, 'এই মুহূর্তে চুক্তি নিয়ে কথা বলা কঠিন। মাত্র ২-১ দিন হলো সিদ্ধান্ত জানতে পেরেছি আমরা। বোর্ডে আলোচনা করতে হবে। আইনী দিকগুলো দেখতে হবে কতটুকু করা যায় বা সুযোগ আছে। এই বিষয়গুলো নিয়ে এখনই কথা বলার সময় হয়নি।'
তবে আইসিসির দেওয়া শর্ত ঠিকঠাকভাবে মানলে শাস্তি কিছুটা শিথিল করার নজির আছে ক্রিকেটে। অবশ্য এমনটা দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার ক্ষেত্রে দেখা গিয়েছে। সাকিবের ক্ষেত্রে সুযোগটা তাই সামান্যই। তবে ঘরোয়া ক্রিকেটে কিছু দিন আগে ফেরার অনুমতি পাওয়ার সুযোগ থাকতে পারে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়।
Comments