উত্তর কোরিয়ার ‘সুপার-লার্জ’ ক্ষেপণাস্ত্র
উত্তর কোরিয়ার নিউজ এজেন্সি কেসিএনএ জানায় দেশটি ‘সুপার-লার্জ মাল্টিপল’ ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে।
তবে এই পরীক্ষার প্রতিবাদ করেছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপান।
কেসিএনএ’র বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স আজ (১ নভেম্বর) জানায়, গতকাল কোরিয়ার স্থানীয় সময় বিকালে চালানো এই পরীক্ষা সফল হওয়ার পর তা আজ জানানো হয়।
কোরীয় বার্তা সংস্থা জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার শান্তি আলোচনা থেমে যাওয়ার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সরাসরি তত্ত্বাবধানে গত আগস্ট ও সেপ্টেম্বরে এ রকমের অস্ত্র পরীক্ষার পর এই ‘সুপার লার্জ মাল্টিপল রকেট লাঞ্চার’ পরীক্ষা করা হলো।
বার্তা সংস্থাটি আরও জানায়, পরীক্ষা সফল হওয়ার সংবাদে কিম সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বিজ্ঞানীদের এমন অস্ত্র তৈরির জন্যে ধন্যবাদ দেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র ‘রডং সিনমুন’ মাল্টিপল রকেট লাঞ্চার পরীক্ষার ছবি প্রকাশ করে। সরকারের পক্ষ থেকে বলা হয়, এই অস্ত্র দিয়ে শত্রুপক্ষকে আকস্মিক হামলা করে ‘পুরোপুরি’ ধ্বংস করে দেওয়া যাবে।
Comments