একইস্থানে আ লীগের ২ গ্রুপের সমাবেশ: টঙ্গীবাড়িতে ১৪৪ ধারা
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপ একইস্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সংঘাত এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়।
আজ (১ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার কামারখাড়া ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেন উপজেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার।
হাসিনা আক্তার জানান, কামারখাড়া ইউনিয়নের ওয়ার্ড কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই উত্তেজনা বিরাজ করছিলো। কমিটি ঘোষণার পক্ষে অবস্থান নেন কামারখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি আমীর হোসেন এবং বিপক্ষে অবস্থান নেন ইউনিয়নটির বর্তমান সহসভাপতি আনিছ হালদার। পরে উভয় পক্ষ আজ একইস্থানে সমাবেশ ডাকে। তাই সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সংঘর্ষের আশংকায় আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে।
এছাড়াও, রাজনৈতিক সব কর্মসূচি স্থগিত করা হয়েছে উল্লেখ করে ইউএনও জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে।
Comments