কুয়েটে সংঘর্ষ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে সংঘর্ষের জেরে আজ (২ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।
গতকাল দিবাগত রাত ১২টার দিকে কুয়েটের রেজিস্ট্রার জিএম শহিদুল আলম জানান, আজ বিকাল পাঁচটার মধ্যে ছাত্রদের ছয়টি এবং আগামীকাল সকাল ১০টার মধ্যে ছাত্রীদের একটি হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষে পাঁচ-ছয়জন আহত হয়েছে। পরে রাতে বিষয়টি নিয়ে হলগুলোতে উত্তেজনা সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গতকাল রাত থেকে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
Comments