ভারত সফরের টেস্ট দলে থাকা সাদমানের সেঞ্চুরি
তামিম ইকবাল নেই। তাই ভারতের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজে বাড়তি দায়িত্ব নিতে হবে ওপেনার সাদমান ইসলামকে। সে লক্ষ্যে নিজের প্রস্তুতিটা ভালোভাবেই সারছেন এই তরুণ বাঁহাতি ব্যাটসম্যান। চট্টগ্রাম বিভাগের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়ে প্রথম দিনের খেলা শেষে ১৬২ রানে অপরাজিত আছেন তিনি।
শনিবার (২ নভেম্বর) জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে দ্বিতীয় স্তরের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৩৫৭ রান তুলে দিন শেষ করেছে ঢাকা মেট্রো। সাদমানের অনবদ্য সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ার পথে রয়েছে দলটি।
প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪ বছর বয়সী সাদমানের এটি অষ্টম সেঞ্চুরি। এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১১০ বলে ফিফটি পূরণ করেছেন তিনি। এরপর তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পৌঁছেছেন ১৮৪ বলে। আর মুখোমুখি হওয়া ২৪২তম বলে দেড়শো পেরিয়ে গেছেন দীর্ঘ সংস্করণের ক্রিকেটে বিশেষজ্ঞ এই ব্যাটসম্যান।
১৬২ রানের ইনিংসে ২১ চার ও ২ ছয় মেরেছেন সাদমান। ধীরে ধীরে রান তোলার গতিতে দম দিয়েছেন তিনি। দিনের শুরুতেই ওপেনিংয়ের সঙ্গী আজমির আহমেদকে হারানোর পর তিনটি দারুণ জুটি গড়েছেন অন্য সতীর্থদের সঙ্গে।
দ্বিতীয় উইকেটে শামসুর রহমানের সঙ্গে ৯৭, তৃতীয় উইকেটে মার্শাল আইয়ুবের সঙ্গে ৮০ ও চতুর্থ উইকেটে আল-আমিনের সঙ্গে ১৬২ রান যোগ করে ঢাকা মেট্রোকে বড় সংগ্রহ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সাদমান। শামসুর ৫০, মার্শাল ৪০ ও আল-আমিন ৮৩ রানের ইনিংস খেলেছেন।
Comments