জেএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৬ হাজার
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিনে আজ সারাদেশে ৬৬ হাজার ১৯৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে ৩৮ জনকে।
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে সবার ওপরে ছিল মাদ্রাসা বোর্ড। এই বোর্ডের ২১ হাজার ২৩২ জন প্রথম দিনের কুরান মাজিদ ও তাজবিদ পরীক্ষায় বসেনি।
অন্যদিকে নয়টি সাধারণ বোর্ডের বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪৪ হাজার ৯৬২ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ হাজার ১৯২ জন। সর্বনিম্ন সিলেট বোর্ডে অনুপস্থিত ছিল ২ হাজার ৯৯৬ জন।
বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ময়মনসিংহ বোর্ডে ১৮ জন, বরিশাল বোর্ডে আট জন, রাজশাহী বোর্ডে পাঁচ জন, ঢাকা, কুমিল্লা ও মাদ্রাসা বোর্ডে দুই জন করে মোট ছয় জন ও দিনাজপুর বোর্ডে এক জন। ময়মনসিংহ বোর্ডে পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সহায়তার অভিযোগে কক্ষের দায়িত্বপ্রাপ্ত একজনকে বহিষ্কার করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় সারাদেশে একযোগে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন মেয়ে ও ছেলের সংখ্যা ১২ লাখ ২১ হাজার ৬৯৫।
Comments