লা লিগা বিশ্বের সেরা, বলছেন রামোস

ramos
সার্জিও রামোস। ছবি: এএফপি

পয়েন্ট তালিকার শীর্ষ দল বার্সেলোনা হেরে গেছে অষ্টম স্থানে থাকা লেভান্তের কাছে। এরপর চতুর্দশ স্থানে থাকা রিয়াল বেতিসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। তাতে শীর্ষে ওঠার সুযোগ নষ্ট করেছে তারা। একই দিনের দুই ম্যাচে এমন ভ্রু কুঁচকে ওঠা ফলের পর রিয়াল অধিনায়ক সার্জিও রামোস লা লিগাকে বিশ্বের সেরা লিগের তকমা দিয়েছেন। তার মতে, স্পেনের ক্লাব ফুটবলের শীর্ষ স্তরে কোনো দলই সহজ প্রতিপক্ষ নয়।

শনিবার লেভান্তের কাছে বার্সেলোনার ৩-১ গোলে হারের পর ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বেতিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রিয়াল। গোটা ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলে তারা প্রতিপক্ষের গোলমুখে শট নেয় ২২টি। কিন্তু বেতিস গোলরক্ষক জোয়েল রোবলেস তাদের সামনে দাঁড়িয়েছিলেন চীনের প্রাচীর হয়ে। তার সঙ্গে যোগ হয়েছিল রিয়ালের ফরোয়ার্ডদের ফিনিশিংয়ের ব্যর্থতা।

ম্যাচের অষ্টম মিনিটে অবশ্য গোলও পেয়ে গিয়েছিল রিয়াল। ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার পাসে লক্ষ্যভেদ করেছিলেন বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড। কিন্তু রেফারি ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে দেখতে পান হ্যাজার্ড ছিলেন অফসাইডে। তাই গোলটি বাতিল হয়। এরপর বেশ কয়েকটি দারুণ সুযোগ নষ্ট করে রিয়াল। ৬৪তম মিনিটে রোবলেসকে একা পেয়েও বল জালে পাঠাতে ব্যর্থ হন ডিফেন্ডার ফারলান্দ মেন্দি। ফলে এক পয়েন্ট নিয়ে মাঠে ছাড়তে হয় রিয়ালকে। 

real madrid
ছবি: এএফপি

লা লিগায় প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে, শীর্ষ দলগুলোকে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে তুলনামূলক দুর্বল দলগুলোর বিপক্ষে- উল্লেখ করে ম্যাচ শেষে স্প্যানিশ গণমাধ্যম মুভিস্টারকে রামোস বলেছেন, ‘আজ (শনিবার) লেভান্তেও বার্সেলোনাকে হারিয়েছে, তাই আপনি যার বিপক্ষেই খেলতে নামেন না কেন, আগে থেকেই জয়ের প্রত্যাশা করতে পারেন না।’

এরপর লা লিগাকে সেরা বলে দাবি করেছেন তিনি, ‘আমাদের লিগ বিশ্বের সেরা। এখানে খেলতে পারায় আমরা ভাগ্যবান এবং আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’

১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে বার্সা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। অথচ বেতিসকে হারাতে পারলে তারা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে যেতে পারত। শীর্ষে উঠতে না পারার হতাশা তাই গোপন করেননি রামোস, ‘প্রথম মিনিট থেকেই আমরা ফলের (জয়ের) জন্য খেলেছি, কিন্তু গোল আদায় করে নিতে পারিনি।’

Comments

The Daily Star  | English

Election possible a week before Ramadan next year: Yunus tells Tarique

He said it will be possible if preparations completed, sufficient progress made in reforms and judicial matters

2h ago