খোকাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চেয়েছে বিএনপি
ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াইরত ঢাকার সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের সহায়তা কামনা করেছে বিএনপি।
আজ (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টন কার্যালয়ের এক দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি এ আহ্বান জানান।
ফখরুল বলেন, “তিনি (খোকা) আমাদের ও তার বন্ধুদের বলেছেন যে, দেশের মাটিতেই যেনো তার কবর দেওয়া হয়। আজকেও তার ছেলে সকালবেলা ফোন করে বলেছে। তার বাবার এই এক ইচ্ছা আমরা পূরণ করতে চাই।”
“আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, তিনি যেনো দেশে ফিরতে পারেন। সেই ব্যবস্থা তাদের গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি”, যোগ করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, “তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আমরা জানি যে, তিনি ঢাকা মহানগর শুধু নয়, সারা বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি যারা বিশ্বাস করেন, তাদের কতো প্রিয় মানুষ। যিনি আমাদের ঢাকা মহানগরের সকল নেতাকর্মীর কাছে একজন সত্যিকার অর্থে দরদী মানুষ। আমার মনে হয় না যে, এমন কোনো নেতা-কর্মী নেই, তাদের যেকোনো প্রয়োজনে তিনি এগিয়ে আসেননি।”
ফখরুল আরও বলেন, “তিনি বরাবরই বলেছেন, আমি কয়েকবার তার সঙ্গে দেখা করেছি নিউইয়র্কে গিয়ে। তিনি আমাকে বলেছেন- যদি অসুস্থ না থাকতাম, যদি প্রতি সপ্তাহে মনিটর করতে ডাক্তারের কাছে যেতে না হতো, তাহলে দেশে গিয়ে জেলে যেতাম, আমি মানুষের সঙ্গে থাকতাম।”
Comments