ব্লেন্ডার বিস্ফোরণে ৩ জন দগ্ধ
মানিকগঞ্জে ব্লেন্ডার বিস্ফোরিত হয়ে তিন জন দগ্ধ হয়েছেন। শনিবার রাতে সদর উপজেলার গিলন্ড গ্রামে মুন্নু টেক্সটাইল লিমিটেডের প্রকৌশল বিভাগের ইন-চার্জ ইব্রাহীম হোসেনের বাসায় এই দুর্ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন- ইব্রাহীম হোসেনের স্ত্রী আসমা বেগম (৫০), ছেলে আরিফ হোসেন (১৫) এবং মেয়ে সুমাইয়া আক্তার (৮)। তাদের প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
মানিকগঞ্জ সদর থানার অফিসার-ইন-চার্জ মো. রকিবুজ্জামান জানান, সন্ধ্যা ৭টার দিকে ব্লেন্ডারটি চালানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে আসমা বেগমের শরীরের ৯০ শতাংশ, মেয়ের শরীরের ৮০ শতাংশ এবং ছেলের শরীরের ৬০ শতাংশ ঝলসে গেছে। তাদের অবস্থা আশংকাজনক।
Comments