বালিশকাণ্ড: গণপূর্ত অধিদপ্তরের ৩৩ প্রকৌশলীকে দুদকে তলব

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বালিশকাণ্ডে সংশ্লিষ্টতার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য গণপূর্ত অধিদপ্তরের ৩৩ জন প্রকৌশলীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তলব করে দুদক তাদের আগামী ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বরের মধ্যে হাজির হয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করতে বলেছে।
পাবনার রূপপুরে দেশের নির্মাণাধীন প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তাদের আবাসন প্রকল্পের ৯৬৬টি অ্যাপার্টমেন্ট আসবাবসহ বিভিন্ন জিনিসপত্র ক্রয়ে বাজারদরের চেয়ে অস্বাভাবিক বেশি দাম দেখানোর ঘটনা গণমাধ্যমে আসার পর এ নিয়ে সারাদেশে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রকল্পের প্রতিটি বালিশ কেনার জন্য ৫ হাজার ৯৫৭ টাকা দাম দেখানো হয়। এই বালিশ ভবনে তোলার জন্য খরচ দেখানো হয় ৭৬০ টাকা। ইলেক্ট্রিক একটি চুলার দাম দেখানো হয় ৭ হাজার ৭৪৭ টাকা। এটি ভবনে তোলার জন্য খরচ দেখানো হয় ৬ হাজার ৬৫০ টাকা। আর বৈদ্যুতিক ইস্ত্রি কেনা ও তোলার খরচ দেখানো হয় যথাক্রমে ৪ হাজার ১৫৪ টাকা ও ২ হাজার ৯৪৫ টাকা।
Comments