ট্রাফিক আইন ভঙ্গে ৭ নভেম্বর পর্যন্ত জরিমানা নয়: ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের প্রথম সাতদিন মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য রাখা হয়েছে।
তিনি বলেন “মানুষ যাতে আইনটি সম্পর্কে জানতে পারে, সচেতন হতে পারে, সেজন্য আগামী ৭ নভেম্বর পর্যন্ত ট্রাফিক আইন ভঙ্গকারীদের কেনো জরিমানা করা হবে না।”
আজ (৪ নভেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ নিয়ে মিডিয়া ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
তিনি আশা প্রকাশ করেন যে, নতুন আইনের কঠোর নিয়ম, মোটা অঙ্কের জরিমানা, কারাদণ্ড, এমনকি উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার ভীতিই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনবে।
উল্লেখ্য, গত ১ নভেম্বর বড় শাস্তির বিধান রেখে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করা হয়েছে।
Comments