জাবি উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীদের অবরোধ

জাবি উপাচার্যের বাসবভনের সামনে অবস্থান নিয়ে তার পদত্যাগের দাবিতে স্লোগান শুরু করেন শিক্ষার্থীরা। ছবি: স্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে তার বাসভবনে অবরুদ্ধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

ক্যাম্পাসের উন্নয়নমূলক প্রকল্পে দুর্নীতির অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে দীর্ঘ আন্দোলনের প্রেক্ষাপটে সন্ধ্যায় তার বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া অবরোধে উপস্থিত রয়েছেন প্রায় শতাধিক শিক্ষার্থী।

সেখানে উপস্থিত জাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মাহতির মোহাম্মদ বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ চলবে।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে অন্তত ২৫ জন শিক্ষকও যোগ দিয়েছেন।

সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন।

 

আরো পড়ুন:

অডিও ফাঁস: উপাচার্য নিজেই টাকা ভাগ করে দিয়েছেন

জাবি উপাচার্যের অপসারণ দাবি ফখরুলের

ঢাবি সিনেট থেকে অব্যাহতি চেয়ে শোভনের চিঠি

উপাচার্য-ছাত্রলীগ পাল্টাপাল্টি অভিযোগ ও পক্ষ-বিপক্ষের শিক্ষক ভাবনা

আমরা ‘ন্যায্য পাওনা’ দাবি করেছিলাম: রাব্বানী

মিথ্যা বলেছে ছাত্রলীগ, ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন জাবি উপাচার্য

আন্দোলনকারীদের ২ শর্ত মেনে নিলো জাবি প্রশাসন

শিক্ষা নয়, জাবির আলোচনার বিষয় ‘২ কোটি টাকা’র ভাগ-বাটোয়ারা

‘২ কোটি টাকা ভাগের সংবাদে শিক্ষক হিসেবে খুব বিব্রত বোধ করি’

জাবি উপাচার্যের সঙ্গে ছাত্রলীগের ‘প্রশ্নবিদ্ধ বৈঠক’, টিআইবির উদ্বেগ

দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর

জাবি ছাত্রলীগের দলীয় কোন্দল ও সংঘর্ষের নেপথ্যে ৪৫০ কোটি টাকার নির্মাণ কাজ

জাবিতে চলমান উন্নয়ন পরিকল্পনার ‘মাস্টারপ্ল্যানে’ গোড়ায় গলদ!

Comments

The Daily Star  | English

ICT chief prosecutor office seeks Interpol Red Notice for Hasina's arrest

"As an international policing agency, Interpol has been requested to take necessary steps to ensure her arrest"

33m ago