ঘূর্ণিঝড়ের শঙ্কায় বাংলাদেশ-ভারত দ্বিতীয় ম্যাচ
মাত্রাতিরিক্ত বায়ু দূষণে স্বাস্থ্যঝুঁকির শঙ্কা নিয়েও শেষ পর্যন্ত দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ ও ভারত। সে লড়াইয়ে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেছে মাহমুদউল্লাহ বাহিনী। কিন্তু রাজকোটে আগামী বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুদলের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ গুজরাট উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মাহা’।
ভারতের আবহাওয়া অফিস থেকে সোমবার (৪ নভেম্বর) আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ‘মাহা’ আগামী বুধবার মধ্য রাতে বা বৃহস্পতিবার সকালে গুজরাট ও মহারাষ্ট্রের উপকূলে আঘাত করতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বিশাল এলাকাজুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এই পূর্বাভাস অনুসারে, বাংলাদেশ-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আরব সাগরে অবস্থান করা ঘূর্ণিঝড়টি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে এবং মঙ্গলবার এটি কিছুটা দুর্বল হয়ে পড়বে। এরপর উপকূলে আছড়ে পড়বে। তবে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো হাওয়ার পূর্বাভাস থাকছেই। সিরিজের দ্বিতীয় ম্যাচের ভেন্যু রাজকোট গুজরাট উপকূল থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। তাই খেলা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে থাকছে প্রবল শঙ্কা।
দিল্লি থেকে সোমবারই দুদল পৌঁছেছে রাজকোটে। তাদেরকে অভ্যর্থনা জানিয়েছে বৃষ্টি এবং মেঘলা আকাশ। ফলে ক্রিকেটারদের হোটেলের ভেতরে বন্দি থাকতে হয়েছে এবং মাঠে কোনো অনুশীলন করা সম্ভব হয়নি। তবে মঙ্গলবার সকালে বৃষ্টি না থাকলেও রাজকোটের আকাশ আগের মতোই মেঘাচ্ছন্ন ছিল।
উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। ভারতের মাটিতে তো বটেই, টি-টোয়েন্টিতে প্রতিবেশী শক্তিশালী দলটির বিপক্ষে এটাই দলের প্রথম জয়। সূচি অনুসারে, সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে আগামী ১০ নভেম্বর। ওই ম্যাচের ভেন্যু নাগপুর।
Comments