নাটকীয় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রাজ্জাকের খুলনা
খুলনা বিভাগের দ্বিতীয় ইনিংসের নবম উইকেটের পতন হলো দলীয় ১৮৭ রানে। তখনও লক্ষ্য থেকে ১৬ রান দূরে তারা। বিপরীতে, একটি মাত্র উইকেট তুলে নিতে পারলেই জিতে যায় রংপুর বিভাগ। কিন্তু মইনুল ইসলাম তাদের স্বপ্ন ভেস্তে দিলেন। ৩২ বলে অপরাজিত ১৬ রানের ইনিংস খেলে খুলনা বিভাগকে নাটকীয় জয় এনে দিলেন তিনি।
মঙ্গলবার (২ নভেম্বর) জাতীয় লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচের শেষ দিনে রংপুরকে ১ উইকেটে হারিয়েছে আব্দুর রাজ্জাকের নেতৃত্বাধীন খুলনা। চলতি আসরে এটি তাদের দ্বিতীয় জয়। চার ম্যাচে ২৬.৪৬ পয়েন্ট নিয়ে তারা রয়েছে প্রথম স্তরের শীর্ষে। এখনও জয়হীন রংপুর ৮.২২ পয়েন্ট নিয়ে চার দলের পয়েন্ট তালিকায় সবার নিচে অবস্থান করছে।
জয়ের জন্য লক্ষ্য ২০৩ রান। তাড়া করতে নেমে ৬৮ রানে ৫ উইকেট খুইয়ে বিপর্যয়ে পড়া খুলনা আর কোনো বিপদ ঘটতে না দিয়ে তৃতীয় দিন শেষ করেছিল ১৩০ রানে। মেহেদী হাসান ও জিয়াউর রহমান দুজনেই অপরাজিত ছিলেন ৩০ রানে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তারা এদিন শুরু করেন চতুর্থ দিনের খেলা।
আগের অবিচ্ছিন্ন ৬২ রানের ষষ্ঠ উইকেট জুটিকে মেহেদী ও জিয়াউর টেনে নিয়ে যান ১০৯ পর্যন্ত। দুজনেই তুলে নেন হাফসেঞ্চুরি। ফলে জয়ের সুবাস পেতে থাকে খুলনা। এরপর অবশ্য বেশিদূর এগোতে পারেননি তারা। ৭ রানের ব্যবধানে দুজনকে সাজঘরে পাঠান তৃতীয় দিনে খুলনার ৪ উইকেট শিকার করা স্পিনার সোহরাওয়ার্দি শুভ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মেহেদী ৮৯ বলে ৫৬ ও জিয়াউর ৯৩ বলে ৫৩ রান করে আউট হন।
খুলনার দলীয় সংগ্রহে আর মাত্র ৩ রান যোগ হতেই পরপর দুটি ডেলিভারিতে রাজ্জাক ও রুবেল হোসেন ফিরে যান মাহমুদুল হাসানের বলে। তাতে ১০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে দলটি। শেষ ব্যাটসম্যান আব্দুল হালিমকে নিয়ে সেই প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করে ম্যাচ বের করে আনেন মইনুল। তাকে দারুণ সঙ্গ দিয়ে হালিম ২০ বলে ২ রানে অপরাজিত থাকেন।
দুই ইনিংস মিলিয়ে ১৪০ রানে ১২ উইকেট নেন খুলনার দলনেতা রাজ্জাক। তবে প্রত্যাশিতভাবেই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তরুণ অলরাউন্ডার মেহেদী। ব্যাট হাতে ১১৯ ও ৫৬ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে দুই ইনিংসে ৫ উইকেট পান তিনি।
Comments