জলদস্যুদের নিয়ে থ্রিলার ‘অপারেশন সুন্দরবন’
দীপংকর দীপন তার নতুন সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ এর লোগো ও মোড়ক সম্পন্ন করেছেন সম্প্রতি বাগেরহাটে। এখন প্রস্তুতি নিচ্ছেন শুটিংয়ের। আসছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এই সিনেমার শুটিং শুরু হবে সুন্দরবনে।
অপারেশন সুন্দরবন সিনেমার মধ্যে দিয়ে বেশ বিরতির পর বড় পর্দায় ফিরছেন রিয়াজ। তাসকিনকে প্রথম সিনেমায় দেখা গেছে দীপংকর দীপন পরিচালিত ঢাকা অ্যটাক সিনেমায় এবং এ দিয়েই তাসকিন খলনায়ক হিসেবে পরিচিতি অর্জন করেন। তাসকিনও থাকছেন অপারেশন সুন্দরবন সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়া এই সিনেমায় জুটি হয়ে অভিনয় করবেন। আরও অভিনয় করবেন রোশান, মনোজ, ফাহমিদা সাবিনা, ডিপু ইমাম, এহসানুর রহমান। তথ্যগুলো জানিয়েছেন পরিচালক দীপংকর দীপন।
অন্যদিকে পরিচালক আরও জানান, যারা এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন, তাদের ছাড়াও আরও কিছু শিল্পী যোগ হবেন।
অপারেশন সুন্দরবন থ্রিলার টাইপের সিনেমা। আইন শৃঙ্খলা বাহিনী সুন্দরবনকে কিভাবে জলদস্যুমুক্ত করেছে তার গল্প থাকবে অপারেশন সুন্দরবন-এ।
এদিকে সিনেমার শুটিং শুরুর আগেই শিল্পীদের নিয়ে রিহার্সেল হয়ে গেছে। সামনে আরও কিছুদিন গ্রুমিং হবে। সব শেষ করেই পরিচালক শিল্পীদের ক্যামেরার সামনে দাঁড় করাবেন।
পরিচালক দীপংকর দীপন জানিয়েছেন আগামী ঈদুল আযহায় অপারেশন সুন্দরবন মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করবেন।
Comments