সিরিজ জেতার হাতছানিতে রাজকোটে যারা নামবেন

bangladesh cricket team
ছবি: বিসিবি

জিতলেই সিরিজ নিশ্চিত। ভারতের মাটিতে এসে বাঘা বাঘা দলগুলো যা পারেনি, সেটাই করে ফেলবে বাংলাদেশ। এমন দারুণ সুযোগ সামনে থাকায় বাংলাদেশ দল একাদশে আনতে চাইছে না কোনো বদল। শেষ মুহূর্তে কোনো সমস্যা না হলে দিল্লির ম্যাচ জেতানো একাদশকেই দেখা যাবে রাজকোটে।

আগামীকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

দিল্লিতে প্রথম ম্যাচে বাংলাদেশ একাদশে ছিলেন তিন পেসার। উইকেটে গতির তারতম্য কাজে লাগিয়ে ভালোও করেছেন তারা। রাজকোটের উইকেট এমন না হলেও তিন পেসারেই আস্থা থাকছে বাংলাদেশের।

তিন পেসারের সঙ্গে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের জায়গা পাকা। বাদবাকি পজিশনগুলোতেও চোটজাতীয় কোনো সমস্যা না হলে অদল-বদলের সুযোগ খুব একটা নেই।

এমনিতে একাদশ নিয়ে লুকোছাপা থাকলেও এবার ম্যাচের আগের দিনে কোনো সংশয় রাখছে না বাংলাদেশ। উইকেটে খুব বড় কোনো বদল না হলে একাদশ থাকবে অপরিবর্তিত, বলেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ, ‘কাল (বৃহস্পতিবার) বিকালে এসে উইকেট দেখব। তখন উইকেট দেখে যদি মনে হয় একাদশে পরিবর্তন করা প্রয়োজন- উইকেট যদি বেশি শুষ্ক থাকে- তখন হয়তো আমরা পরিবর্তন করলেও করতে পারি। তবে এই মুহূর্তে আমরা উইনিং কম্বিনেশনেই থাকার চেষ্টা করব।’

রাজকোটের উইকেটে ব্যাটসম্যানদের জন্য আছে প্রচুর রান। তবে ভারতীয় দলনেতা রোহিত শর্মার মতে, এখানে বোলাররাও যে একেবারেই সুবিধা পাবেন না তাও নয়।

উইকেট যদি ম্যাচের দিন আরও শুষ্ক হয়ে যায় তাহলে বাংলাদেশের একাদশে একজন বাঁহাতি স্পিনার রাখার কথা ভাবনায় আসতে পারে। তবে আপাতত এই সম্ভাবনা খুবই ক্ষীণ। অর্থাৎ রাজকোটে খেলতে নামছে দিল্লির ম্যাচ জেতানো একাদশই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce

2h ago