‘ওরাও মরিয়া, আমরাও মরিয়া’

Mahmudullah

ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে প্রথম ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে ধাক্কা খেয়েছে ভারত। দ্বিপাক্ষিক সিরিজ হলেও এমন হারে বিপুল দর্শকদের চাপ, গণমাধ্যমের চাপ আছেই। বৈচিত্র্যময় বোলিং আক্রমণ নিয়েও বাংলাদেশকে আটকাতে না পারার ব্যর্থতাও আছে। অধিনায়ক রোহিত শর্মা অবশ্য কেবল একটা বিভাগের ব্যর্থতা নয় পুরো দল হিসেবেই নিজেদের দেখছেন চাপে। সিরিজ বাঁচানোর ম্যাচে তাই নামবেন একেবারেই  ভিন্ন অ্যাপ্রোচ নিয়ে। ভারতীয়দের এমন ঝাঁজ টের পেয়ে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, প্রতিপক্ষের মতো মরিয়া তারাও।

সিরিজ শুরুর আগে কোন প্রশ্ন ছাড়াই সব কিছুতে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ছিল স্বাগতিকরা। কিন্তু মাঠের খেলায় হিসেব দেখা গেছে ভিন্ন। উইকেটের ধরণ কাজে লাগিয়ে বাংলাদেশই দেখিয়েছে দাপট, ম্যাচ বের করেছে পেশাদার মেজাজে। 

ভারত অধিনায়ক রোহিত জানালেন দিল্লিতে সেদিন উইকেটের কারণে নেতিয়ে পড়েছিলেন তারা, রাজকোটে আর তা হবে না,  ‘এই ম্যাচে আমাদের অ্যাপ্রোচ ভিন্ন হবে। দিল্লিতে আমরা পিচ বুঝে খেলেছি। ওখানে বল গ্রিপ করছিল, টার্ন মিলছিল, খেলাটা চ্যালেঞ্জের ছিল। আপনি এমন উইকেটে ভালো স্কোর ধারণা করতে পারেন না। কিন্তু রাজকোটে ভিন্ন। কাজেই এখানে আমাদের বোলিং-ব্যাটিং ভিন্ন হবে।’

সিরিজে পিছিয়ে থাকা মরিয়া ভারতের হাবভাব টের পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তার কথা ভারত যত বেশি ঝাঁজ দেখাক, তারাও ঠিক ততটাই ফিরিয়ে দিতে প্রস্তুত, ‘আমরা হয়তো কিছুটা হলেও আঁচ করতে পারছি, তারাও দৃঢ়ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আরও বেশি আগ্রাসী ক্রিকেট খেলার চেষ্টা করবে।’

‘ওরা মরিয়া হয়ে আছে, আমরাও কিন্তু মরিয়া হয়ে আছি। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ আমাদের জন্য, আমাদের ক্রিকেটের জন্য। আমরা প্রথমবারের মতো ভারতে একটা দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে এসেছি। যদি আমরা ভালো খেলে সিরিজটা জিততে পারি আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে।’

আমাদের ফোকাসের জায়গা আমাদের শরীরী ভাষা, আগ্রাসণ,  পরিস্থিতিতে মানিয়ে নেওয়া। আমাদের সব বিভাগেই অনেক বেশি ফোকাসড থাকতে হবে। সবাই যেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি সেভাবেই যেন প্রস্তুত থাকি।

কেবল শরীরী ভাষাতেই আগ্রাসন হলে চলে না। বাংলাদেশ অধিনায়ক মনে করছেন উইকেট পড়ে ফেলাটা সবচেয়ে জরুরী। সে অনুযায়ী লেন্থ ঠিক করতে হবে বোলারদের। জেতার সুযোগ বাড়াতে হলে প্রতিমুহূর্তের সিদ্ধান্ত, ফিল্ডিং সাজানো এসবও রাখবে ভূমিকা। অর্থাৎ প্রতিটি মুহূর্ত সর্বোচ্চ তীক্ষ্মতায় পরিস্থিতি সামলানোর প্রস্তুতি নিয়ে নামবে বাংলাদেশ।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচ। রাজকোটের আবহাওয়া বলছে ঘুর্ণিঝড় মাহার প্রভাবে দিনের বেলা হতে পারে বৃষ্টি। তবে বিকেল পর্যন্ত বৃষ্টি  থাকলেও উন্নত ড্রেনেজ সিষ্টেমের কারণে ম্যাচ শুরু হতে পারে সময়মতই। 

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

2h ago