পুলিশ দিয়ে হল খালি করা হলেও আন্দোলন চালানোর ঘোষণা
উপাচার্যের পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় তারা ক্যাম্পাসে সমাবেশ করে বিক্ষোভ মিছিল করবেন। এমনকি পুলিশ দিয়ে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো খালি করা হলেও আন্দোলন চালবে বলে তারা জানিয়েছেন।
‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর মুখপাত্র রায়হান রাইন আজ এই ঘোষণা দিয়েছেন।
দুর্নীতির অভিযোগ ওঠা উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের ওপর গতকাল মঙ্গলবার ছাত্রলীগের হামলার পর ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে আবাসিক হলগুলো খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কর্তৃপক্ষে আদেশের পরও বহু শিক্ষার্থী হলে থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ আজ বুধবার বিকেল সাড়ে ৩টার মধ্যে হল ছাড়ার জন্য আবারও নির্দেশ আসে প্রশাসনের দিক থেকে। অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
আন্দোলনকারীদের মুখপাত্র দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, আগামীকাল সকাল ১০টায় তারা বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে সমবেত হবেন। সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করা হবে।
এই আন্দোলনের সংগঠক নাজির আমিন চৌধুরী জয় দ্য ডেইলি স্টারকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জবরদস্তি করে হল খালি করতে চেয়েছিল। কিন্তু শিক্ষার্থীরা এটা মেনে নেয়নি “পুলিশের সাহায্যে শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া হলেও তারা ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় রাতে অবস্থান করবেন। আগামীকাল সকাল থেকে ফের আন্দোলন শুরু হবে।”
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই প্রতিবেদন লেখার সময় আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছিলেন। তারা জানান, বিক্ষভ মিছিলের মধ্য দিয়ে আজকের মতো কর্মসূচি শেষ করা হবে।
Comments