সাকিবের নিষেধাজ্ঞা: আগ বাড়িয়ে ঝুঁকি নিতে রাজি না বিসিবি
শাস্তি উল্টো বেড়ে যাওয়ার শঙ্কায় সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা কমানো নিয়ে আগ বাড়িয়ে কিছু করতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৬ নভেম্বর) মিরপুরের বিসিবি কার্যালয়ে গণমাধ্যমের কাছে এমনটাই জানিয়েছেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন।
গেল ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি উল্লেখ করেছিল, সাকিব নিজ থেকে সাজা মেনে নিয়েছেন। ফলে আপিলের সুযোগ নেই। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তের দুদিনের মাথায় বিসিবি বলেছিল, বিষয়টা নিয়ে তাদের কিছু করার সুযোগ সীমিত। তারপরও সাকিবের শাস্তি কমানোর কোনো সুযোগ আছে কিনা, সেই আইনগত দিকগুলো বোর্ড দেখবে বলে জানানো হয়েছিল।
বিসিবি প্রধান নাজমুলের বক্তব্যে এদিন অবশ্য নতুন কোনো আশার আলো দেখতে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ধীরেসুস্থে সতর্কভাবে এগোতে চায় বোর্ড। আর যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে সাকিবের মত ও সিদ্ধান্ত জেনে নেওয়ার কথাও বলেছেন বিসিবি সভাপতি।
‘আমরা এখন পর্যন্ত যতটুকু জানি যে এই বিষয়টা নিয়ে আপিলই করা যাবে না। কোনো পক্ষ করতে পারবে না, এটাই জানি আপাতত। এটা সাকিবের কাছ থেকেই জানা, এমন না যে নিজে থেকে জেনেছি। এরা (আইসিসি) যেটা দিয়েছে, সেটা থেকেই জেনেছি যে করা যাবে না।’
‘আগ বাড়িয়ে করতে গেলে সমস্যা কোথায় হবে তা আপনাদের বলি। ওর কিন্তু শাস্তি এক বছর, আরেক বছর নিষিদ্ধ (স্থগিত)। এখন এমন কিছু করলাম যে পরে বেড়ে গেল (শাস্তি), সব দোষ তখন বিসিবির। আমরা এই ঝুঁকি নিতে রাজি না। ওর সঙ্গে আলাপ আলোচনা না করে বা ওর সিদ্ধান্ত ছাড়া এটা নিয়ে কিছু করাটা ঝুঁকিপূর্ণ। এখনই সময় নয়।’
Comments