রাজকোটে ফুরফুরে আমেজ, জমজমাট লড়াইয়ের অপেক্ষা
ঝড়-বৃষ্টির শঙ্কা আগেই উবে গেছে। ম্যাচের দিন বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল থেকেই রাজকোটের আকাশ আলো ঝলমলে। বেলা বাড়তেও বদলায়নি পরিস্থিতি। চমৎকার রৌদ্রোজ্জ্বল ফুরফুরে আবহাওয়ায় বাংলাদেশ ও ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরুর প্রস্তুতি চলছে।
দিল্লিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ভারতকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর দলের সামনে ইতিহাস গড়ে সিরিজ জেতার হাতছানি। এমন পরিস্থিতিতে সিরিজে ফিরতে মরিয়া স্বাগতিকরা।
দুদলের মাঠের লড়াইয়ের টানটান উত্তেজনার আভাসের মধ্যে আগের দিন জল ঢেলে দেওয়ার শঙ্কা জাগিয়েছিল সাইক্লোন মাহা। তবে তা দুর্বল হয়ে গুজরাট উপকূল থেকে সরে যাওয়ায় খেলা নিয়ে কার্যত সব শঙ্কাও শেষ হয়েছে। আগের দিনের পুরো সময়টা আকাশ পরিষ্কার থাকলেও সন্ধ্যায় ওঠে ঝড়। সঙ্গে তুমুল বৃষ্টি। তবে তা ঘন্টাখানেক পর থেমে যায়, রাতে শান্ত থাকে আবহাওয়া। এদিন সকালে দেখা যায়, নেই কোনো কালো মেঘ। রাজকোট ভাসছে রোদের আলোয়।
স্থানীয় সময় সোয়া পাঁচটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত, আবহাওয়া ছিল একদম স্বাভাবিক। দুই দলের জম্পেশ লড়াই দেখতে দলে দলে দর্শকও এরই মধ্যে আসতে শুরু করেছেন মাঠে।
ভারতের স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়) শুরু হবে দুদলের লড়াই। আবহাওয়ার পূর্বাভাসে, তার আগে বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই।
বৃষ্টি না হওয়ায় উইকেটও থাকছে শুষ্ক। অল্প কিছু ঘাস থাকলেও এমন উইকেটে ব্যাটসম্যানদের পক্ষেই কথা বলে। রাজকোটের ইতিহাসও ব্যাটসম্যানদের পক্ষে। এখানে এখন পর্যন্ত হওয়া দুটি টি-টোয়েন্টিতেই দেখা গেছে রানবন্যা। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ ও ভারত অধিনায়ক রোহিত শর্মা- দুজনেই আশা করছেন, ম্যাচ হবে বড় রানের।
Comments