পশ্চিমবঙ্গ, উড়িষ্যায় ‘বুলবুল’ আতঙ্ক

উড়িষ্যা উপকূল। ছবি: রয়টার্স ফাইল ফটো

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আতঙ্কে ভুগছেন ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার বাসিন্দারা। দেশটির আবহাওয়া দপ্তরে পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে দুই রাজ্যেরই বেশ কয়েক জায়গায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ (৮ নভেম্বর) ও আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়া, হাওড়া, হুগলী ও কলকাতাতে ভারি বৃষ্টি হতে পারে।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজকের মধ্যে ‘বুলবুল’ মারাত্মক ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে আছড়ে পড়তে পারে।

শক্তি সঞ্চয় করতে থাকা ঘূর্ণিঝড়টির মোকাবিলায় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্য সরকার সবরকমের প্রস্তুতি জোরদার করছে। পাশাপাশি কেন্দ্রের পক্ষ থেকেও রাজ্য দুটিকে সবরকমের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে আজ থেকে টানা তিনদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উত্তর ভাগে।

আজ থেকে আগামী তিনদিন জেলেদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রশাসিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন বলে জানা গেছে।

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামীকাল অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। ১০ নভেম্বর পর্যন্ত পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।

ভুবনেশ্বরের বিশেষ ত্রাণ কমিশনার (এসআরসি) পি কে জেনা বলেছেন, পূর্বাভাস অনুযায়ী উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলগুলোতে আজ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতসহ ৭০-৯০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে আজ ও আগামীকাল পুরী, জগৎসিংহপুর এবং কেন্দ্রপাড়া জেলায় সব স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

4h ago