এসি মিলানে ফিরছেন ইব্রাহিমোভিচ

চলতি বছর শেষে এলএ গ্যালাক্সির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোবে জ্লাতান ইব্রাহিমোভিচের। এরপর আর সেখানে মেয়াদ বাড়াচ্ছেন না এ সুইডিশ তারকা। ফিরছেন ইতালির ক্লাব এসি মিলানে। এমনটাই জানিয়েছেন মেজর লিগ সকারের কমিশনার ডন গার্বা।
ছবি: এএফপি

চলতি বছর শেষে এলএ গ্যালাক্সির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোবে জ্লাতান ইব্রাহিমোভিচের। এরপর আর সেখানে মেয়াদ বাড়াচ্ছেন না এ সুইডিশ তারকা। ফিরছেন ইতালির ক্লাব এসি মিলানে। এমনটাই জানিয়েছেন মেজর লিগ সকারের কমিশনার ডন গার্বা।

কদিন আগেই ৩৮তম জন্মদিন পালন করলেন ইব্রাহিমোভিচ। বয়সটাকে সংখ্যা বানিয়ে খেলে যাচ্ছেন চির তরুণের মতোই। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে দুই মৌসুম কাটানোর পর ফের ইতালিতে ফিরছেন এ সুইডিশ তারকা।

ইব্রাহিমোভিচকে নিয়ে এসি মিলানের আগ্রহের কথা জানিয়ে গার্বার বলেছেন, 'জ্লাতান খুবই কৌতূহল জাগানিয়া একজন মানুষ। তাকে নিয়ে ব্যস্ত সময় কাটছে আমার এবং তার ব্যাপারে আমার ইনবক্স ভর্তি হয়ে আছে। তবে সে রোমাঞ্চকর খেলোয়াড়। তার বয়স ৩৮ বছর হয়ে গেছে, কিন্তু বিশ্বের অন্যতম সেরা ক্লাব এসি মিলান তাকে দলে টানতে যাচ্ছে।'

এর আগেও এসি মিলানের হয়ে খেলেছেন ইব্রা। ২০১০ সাল থেকে দুই মৌসুম ইতালিতে কাটিয়ে ২০১২ সালে পাড়ি জমান ফ্রান্সে। সিরিএ'তে ৬১ ম্যাচে করেছেন ৪২ গোল করেছেন তিনি। এরপর ইংল্যান্ড হয়ে ২০১৮ সালে যোগ দেন গ্যালাক্সিতে। ক্লাবটির হয়ে মেজর লিগ সকারে গোল করেছেন ৫৩টি।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

4h ago