ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

bsf
এনডিটিভি ফাইল ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে শীলগেট নামক স্থানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুমন (২৫) নামের এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সুমন মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

ঝিনাইদহ-৫৮ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান, জেলার মহেশপুর সীমান্তের লড়াইঘাট এলাকা দিয়ে বৃহস্পতিবার রাতে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায় সুমনসহ আরও কয়েকজন। ভোরে গরু নিয়ে ফেরার সময় ৬০/১৩৩ ও ১৩৪ নম্বর মেইন পিলারের মাঝামাঝি এলাকায় ভারতের অভ্যন্তরে শীলগেট নামক স্থানে পৌঁছালে পাখিউড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সুমন।

তিনি আরও জানান, নিহতের লাশ পাখিউড়া বিএসএফ ও হাসখালি থানা পুলিশের হেফাজতে রয়েছে। লাশ ফেরত আনার বিষয়ে ও ঘটনার প্রতিবাদ জানাতে বিএসএফের কাছে পতাকা বৈঠকের জন্য যোগাযোগের চেষ্টা চলছে।

উল্লেখ্য, চলতি মাসের ৩ তারিখে মহেশপুর সীমান্তের পলিয়ানপুর এলাকায় বিএসএফ এর গুলিতে আব্দুর রহিম নামের এক বাংলাদেশি গরুর রাখাল নিহত হয়েছিল।

Comments

The Daily Star  | English

Trump says not yet made decision on whether to attack Iran

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

1d ago