ঘূর্ণিঝড় বুলবুল: মোংলা-পায়রায় ১০ নম্বর মহাবিপৎসংকেত
আন্দামান সাগরে উৎপন্ন ঘূর্ণিঝড় বুলবুলের কারণে মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আজ (৯ নভেম্বর) সকাল আটটায় আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপকূলীয় নয়টি জেলায় ১০ নম্বর মহাবিপৎসংকেত এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর ও আশপাশের পাঁচটি জেলায় ৯ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বুলবুল আরও প্রবল হচ্ছে এবং এটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। ‘এটি আরও ঘনীভূত হতে পারে’ উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা নাগাদ এটি খুলনা উপকূলে সুন্দরবনের কাছে আঘাত হানতে পারে।
বিকেলে আবহাওয়ার ব্রিফিংয়ে বলা হয়, বুলবুল পশ্চিমবঙ্গ হয়ে সুন্দরবনের ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় উপকূলীয় এলাকাগুলোর ওপর দিয়ে ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৭ ফুট উঁচু জলোচ্ছ্বাসে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরও পড়ুন:
ঘূর্ণিঝড় বুলবুল: উপকূলে ৫-৭ ফুট উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা
Comments