‘ফ্যান্টাস্টিক’ বিপ্লবে মজেছেন ডমিঙ্গোও

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাকিরা যেখানে রোহিত শর্মার কাছে নাজেহাল হয়েছেন, সেখানে আমিনুল ইসলাম বিপ্লব স্রোতের বিপরীতে দুর্দান্ত বোলিং করেছেন। ফলে ম্যাচ শেষে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। এবার ২০ বছর বয়সী এই লেগ স্পিনারকে নিয়ে নিজের মুগ্ধতা আর উচ্ছ্বাসের কথা জানিয়েছেন দলের কোচ রাসেল ডমিঙ্গোও। তার মতে, রাজকোটে বিপ্লবের পারফরম্যান্স ছিল ‘ফ্যান্টাস্টিক’।
aminul biplob
আমিনুল ইসলাম বিপ্লব। ছবি: ফিরোজ আহমেদ

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাকিরা যেখানে রোহিত শর্মার কাছে নাজেহাল হয়েছেন, সেখানে আমিনুল ইসলাম বিপ্লব স্রোতের বিপরীতে দুর্দান্ত বোলিং করেছেন। ফলে ম্যাচ শেষে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। এবার ২০ বছর বয়সী এই লেগ স্পিনারকে নিয়ে নিজের মুগ্ধতা আর উচ্ছ্বাসের কথা জানিয়েছেন দলের কোচ রাসেল ডমিঙ্গোও। তার মতে, রাজকোটে বিপ্লবের পারফরম্যান্স ছিল ‘ফ্যান্টাস্টিক’।

আন্তর্জাতিক অঙ্গনে মাত্রই আবির্ভাব হয়েছে বিপ্লবের। খেলেছেন মোটে তিনটি ম্যাচ। কিন্তু হাতের কারিকুরিতে এরই মধ্যে ঘূর্ণি জাদু দেখাতে সক্ষম হয়েছেন তিনি। ভারতের বিপক্ষে চলমান সিরিজের প্রথমটিতে দিল্লিতে ৩ ওভারে ২২ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। তার ধারাবাহিকতা বজায় থাকে রাজকোটেও। সেদিন ভারতের পতন হওয়া উইকেটের দুটিই নিয়েছিলেন বিপ্লব। ঝড় তোলা ভারতীয় দলনেতা রোহিতকে নিজের শিকার বানানোর আগে সাজঘরে পাঠিয়েছিলেন শিখর ধাওয়ানকেও। সতীর্থরা যখন রান বিলিয়ে গেছেন, তখন বিপ্লবের ৪ ওভারের স্পেল থেকে ভারত নিতে পারে কেবল ২৯ রান। ওই পারফরম্যান্স চোখে লেগে আছে বাংলাদেশ কোচের।

সিরিজ নির্ধারণী ম্যাচের আগের দিন (৯ নভেম্বর) সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেছেন, ‘গেল ম্যাচে রোহিত যখন ধুমধাড়াক্কা ব্যাটিং করছিল, তার মাঝেও, স্পেলের শেষ বলে ছক্কা হজমের আগ পর্যন্ত ৩.৫ ওভারে মাত্র ২৩ রান খরচ করে ২ উইকেট নিয়েছিল সে। একজন ২২-২৩ বছর বয়সী (মূলত ২০ বছর) তরুণ খেলোয়াড়ের ওরকম চাপের মধ্যে পারফর্ম করাটা সত্যিই ফ্যান্টাস্টিক (চমৎকার)।’

বয়সভিত্তিক পর্যায়ে বিপ্লবের পরিচয় ছিল ব্যাটসম্যান। তবে লেগ স্পিনে তার পারদর্শিতার পরিচয় পেয়ে গেল কয়েক মাসে তাকে পরিচর্যা করা হচ্ছে। বিপ্লব নিজেও খাটছেন দিন-রাত। এতে যারপরনাই মুগ্ধ ডমিঙ্গো, ‘আমি সবসময়ই লেগ স্পিনারদের পছন্দ করে এসেছি। আমি জানি, বিপ্লব মূলত একজন ব্যাটসম্যান যে কিনা লেগ স্পিন করতে পারে। কিন্তু তার উদ্যম, আকাঙ্ক্ষা ও কাজের প্রতি নিষ্ঠা আমাকে মুগ্ধ করেছে। তার মতো একজনকে দলে পাওয়াটা দারুণ ব্যাপার।’

বাংলাদেশ-ভারতের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটির ভেন্যু নাগপুর। ১-১ ব্যবধানে সমতা থাকায় ম্যাচটি এখন অঘোষিত ‘ফাইনাল’। আগামীকাল রবিবার খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। এ ম্যাচেও নিঃসন্দেহে ‘ফ্যান্টাস্টিক’ বিপ্লবের দিকে তাকিয়ে থাকবেন মাহমুদউল্লাহ-ডমিঙ্গোরা।

Comments

The Daily Star  | English
Is human civilisation at an inflection point?

Is human civilisation at an inflection point?

Our brains are being reprogrammed to look for the easiest solutions to our most vexing social and political questions.

8h ago