৫১ জেলেসহ পটুয়াখালীর ৩ ট্রলার নিখোঁজ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরে তিনটি ট্রলার নিখোঁজ হয়েছে। মাছধরা ট্রলারগুলোতে ৫১ জন জেলে ছিলেন। ট্রলার নিয়ে এই জেলেরা পাঁচ দিন আগে সাগরে গিয়েছিলেন কিন্তু শনিবার সন্ধ্যা পর্যন্ত তারা ফিরেননি। তাদের পরিণতি সম্পর্কেও কিছু জানা যাচ্ছে না।
বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ ট্রলারগুলোর মধ্যে দুটি কলাপাড়ার ও অন্যটি বরগুনা সদর উপজেলার। এর মধ্যে বরগুনা সদরের এফবি তরিকুল নামের ট্রলারটি ১৫ জন জেলে নিয়ে মঙ্গলবার সাগরে গিয়েছিল। শনিবার সন্ধ্যা পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। ট্রলারে থাকা সবাই বরগুনা সদর ও বামনা উপজেলার।
গোলাম মোস্তফা চৌধুরীর আশঙ্কা ঘূর্ণিঝড়ের কারণে উত্তাল সাগরে ট্রলারটি ডুবে গিয়ে থাকতে পারে।
অন্যদিকে কলাপাড়া উপজেলার মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, এফবি ফেরদৌস খান ও এফবি মায়ের দোয়া ট্রলারের প্রত্যেকটিতে ১৮ জন করে জেলে ছিলেন। মঙ্গলবার থেকে এই দুটি ট্রলারও নিখোঁজ। সাগর উত্তাল থাকায় তাদের সন্ধানে অন্য ট্রলার পাঠানো সম্ভব হচ্ছে না।
Comments