বুলবুলে নিহত ৭
খুলনা দিয়ে বাংলাদেশে প্রবেশ করা ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে উপকূলীয় বিভিন্ন জেলা থেকে অন্তত সাত জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শক্তি হারিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়টি এখন গভীর নিম্নচাপ হিসেবে বাংলাদেশে অবস্থান করছে।
খুলনায় ঝড়ের সময় গাছের নিচে চাপা পড়ে তিন জন প্রাণ হারিয়েছেন। এরা হলেন- দাকোপ উপজেলার প্রমীলা মণ্ডল (৫২), দিঘলিয়া উপজেলার আলমগীর হোসেন (৩৫), রূপসা উপজেলার রহমান শেখ (৭৮)। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াদুদকে উদ্ধৃত করে দ্য ডেইলি স্টারের স্থানীয় সংবাদদাতা এই খবর জানিয়েছেন।
পটুয়াখালীতে মির্জাগঞ্জ উপজেলায় গাছ পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে এই ঘটনার বিস্তারিত তথ্য সম্পর্কে জানা যায়নি।
বরগুনায় বনানী গ্রামে হালিমা খাতুন (৬৫) নামের এক বয়স্ক নারী মারা গেছেন। ইউএনও আনিসুর রহমান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বরিশালের উজিরপুর পৌরসভায় আজ দুপুর দুইটার দিকে ঝড়ের সময় গাছের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আশালতা মজুমদার (৬০)। তিনি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের উপকমিশনার মুসতাইন বিল্লাহ।
সাতক্ষীরা থেকেও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ ব্যাপারেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এছাড়া, পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ঝড়ের সময় মশিউর রহমানের ছেলে জাওয়াত আবদুল্লাহ একটি খালে ডুবে গিয়ে নিখোঁজ রয়েছে।
ঘূর্ণিঝড় বুলবুলের কারণে জেলায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন আমাদের স্থানীয় সংবাদদাতা।
আরও পড়ুন:
Comments