বুলবুলে ক্ষয়-ক্ষতি নিরুপণে সুন্দরবনে পর্যটনে নিষেধাজ্ঞা
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বিশ্বের বৃহত্তম প্যারাবন হিসেবে খ্যাত ও ইউনেস্কো বিশ্ব-ঐতিহ্য সুন্দরবনে যে ক্ষয়-ক্ষতি হয়েছে তার হিসাব না হওয়া পর্যন্ত সেখানে পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বন বিভাগ।
খুলনা বিভাগের বনরক্ষক মঈন উদ্দিন খানের বরাত দিয়ে আমাদের খুলনা সংবাদদাতা জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সুন্দরবনের যে ক্ষতি হয়েছে তা পরিমাপ করার কাজ শুরু করেছেন বনবিভাগের ৬৩টি ক্যাম্পের কর্মীরা।
ঘূর্ণিঝড়ে কয়েকটি ক্যাম্প, কাঠের পন্টুন, জেটি ও পায়ে হাঁটার পথ ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে বন কর্মকর্তা আরও জানান যে এখনো পর্যন্ত কোনো বন্যপ্রাণীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গতকাল (১০ নভেম্বর) বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০টি জেলায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।
Comments