তূর্ণা নিশীথার চালকসহ বরখাস্ত ৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলাকায় দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনায় তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের চালকসহ রেলওয়ের তিন কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
3-Suspended-1.jpg
দুর্ঘটনা কবলিত তূর্ণা নিশীথা এক্সপ্রেস। ছবি: স্টার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলাকায় দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনায় তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের চালকসহ রেলওয়ের তিন কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আজ (১২ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরিফুল আলম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মীরা হলেন- তূর্ণা নিশীথা এক্সপ্রেসের লোকোমাস্টার (এলএম) তাছের উদ্দিন, সহকারী লোকোমাস্টার (এএলএম) অপু দে এবং ওয়ার্কিং গার্ড আব্দুর রহমান।

উল্লেখ্য, আজ ভোররাত পৌনে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

Comments