তূর্ণা নিশীথার চালকের ভুলে ভয়াবহ দুর্ঘটনা: রেলমন্ত্রী

Railway minister-1.jpg
১২ নভেম্বর ২০১৯, দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ছবি: স্টার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেল স্টেশনে দুটি ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহত ও বহু হতাহতের ঘটনাটি তূর্ণা নিশীথার চালকের ভুলের কারণে ঘটেছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে পাঁচটি তদন্ত কমিটি করা হয়েছে বলেও জানান তিনি।

আজ (১২ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “সিগন্যাল না মানার কারণে তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনটির লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার ও ওয়ার্কিং গার্ডকে বরখাস্ত করা হয়েছে।”

মন্দবাগ রেলওয়ে স্টেশনের মাষ্টার জাকির হোসেন চৌধুরী জানান, আউটার ও হোম সিগন্যালে লাল বাতি (সর্তক সংকেত) দেওয়া ছিলো। কিন্তু তূর্ণা নিশীথার চালক সিগন্যাল অমান্য করে ঢুকে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

13m ago