বাংলাদেশকে নিয়ে বারবার একটাই কথা রাহানের

সীমিত পরিসরে ভারতকে কয়েকবারই হারিয়েছে বাংলাদেশ। দুদলের খেলা হলেই সব সময়ই থাকে জম্পেশ লড়াইয়ের আভাস। মাঠের ক্রিকেট হয় প্রতিদ্বন্তিতাপূর্ণ। কিন্তু টেস্টে? দীর্ঘ পরিসরে দুইদলের শক্তির তফাত এতটাই বেশি যে ম্যাচ জেতার কথা মুখেও আনার সাহস পায় না বাংলাদেশ। ভারতের সহ-অধিনায়ক অবশ্য বাংলাদেশ প্রসঙ্গে কথা উঠতেই বারবার ঝরালেন প্রংশসা। রঙ্গিন পোশাকের পারফরম্যান্স আর উপমহাদেশের কন্ডিশন বিচার করে দক্ষিণ আফ্রিকা সিরিজের চেয়ে কঠিন কিছুর আভাস দেখলেন তিনি।
Ajinka Rahane

সীমিত পরিসরে ভারতকে কয়েকবারই হারিয়েছে বাংলাদেশ। দুদলের খেলা হলেই সব সময়ই থাকে জম্পেশ লড়াইয়ের আভাস। মাঠের ক্রিকেট হয় প্রতিদ্বন্তিতাপূর্ণ। কিন্তু টেস্টে? দীর্ঘ পরিসরে দুইদলের শক্তির তফাত এতটাই বেশি যে ম্যাচ জেতার কথা মুখেও আনার সাহস পায় না বাংলাদেশ। ভারতের সহ-অধিনায়ক অবশ্য বাংলাদেশ প্রসঙ্গে কথা উঠতেই বারবার ঝরালেন প্রংশসা। রঙ্গিন পোশাকের পারফরম্যান্স আর উপমহাদেশের কন্ডিশন বিচার করে দক্ষিণ আফ্রিকা সিরিজের চেয়ে কঠিন কিছুর আভাস দেখলেন তিনি।

হোল্কার মাঠে দুপুরে অনুশীলন করতে আসা ভারত ফিল্ডিং, ব্যাটিং, বোলিং সবই চালিয়েছে। মাঠের দুই প্রান্তের চারটি নেটে ভাগ হয়ে লাল ও গোলাপি বলে অনুশীলন করে তারা। বিশ্রাম শেষে টেস্ট সিরিজে ফেরা ভারত অধিনায়ক বিরাট কোহলি প্রথম ব্যাটসম্যান হিসেবে এদিন গোলাপি বল মোকাবেলা করেন। 

গোলাপি বল নিয়েই বেশিরভাগ কথার ভিড়ে প্রতিপক্ষ নিয়ে আলাপ উঠতেই ক্রিকেটীয় ভদ্রতায় ডুবে গেলেন রাহানে, ‘বাংলাদেশ খুব ভাল দল। তারা লড়াই করতে জানে, দল হিসেবে খেলতে জানে। আমরা বরাবরই প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের শক্তি বুঝে খেলি। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানে, আবার নিজেদের শক্তি সম্পর্কেও ধারনা আছে।’

ক’দিন আগে ভারতে খেলতে এসে নাকানিচুবানি খেয়ে ফিরেছে দক্ষিণ আফ্রিকা। তিন টেস্টের সিরিজের তিনটিতেই লড়াইবিহীন হার হয় তার। এই যুক্তিতে র‍্যাঙ্কিংয়ে তলানিতে থাকা বাংলাদেশের বিপক্ষেও আরও অনায়াসে জয় পাওয়ার কথা ভারতের। বাংলাদেশ উপমহাদেশের দল বলেই তেমনটাই হবে বলতে পারলেন না রাহানে, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা ভালো খেলেছিলাম। কিন্তু সেটা এখন অতীত। আমাদের সামনে এখন বাংলাদেশ। যারা উপমহাদেশের দল। তাছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সব ম্যাচই গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশ নিয়ে ইংরেজি, হিন্দিতে আলাদা আরও তিন প্রশ্নের জবাবে বারবার প্রতিপক্ষকে রাখলেন লড়াইয়ের কাতারে, ‘বাংলাদেশকে আমরা হালকাভাবে নিতে চাই না। তারা সব সময়ই আগ্রাসী ক্রিকেট খেলে। তারা ভালো শুরু করতে পারে। এই সিরিজে তারা ভালো খেলে আসছে।’

Comments

The Daily Star  | English
PSC question leaks

PSC question paper: Probe body finds no evidence of leaks

AN investigation committee by the Public Service Commission (PSC) to probe allegations of question paper leak has found no evidence of such incident

34m ago