‘সারকথা হলো, শুরুতে গোল হজম করা যাবে না’

আফগানিস্তানের কাছে হেরে বাছাইপর্ব শুরুর পর কাতার ও ভারতের বিপক্ষে দুটি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে উজ্জীবিত রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছন্দে থাকা জেমি ডের শিষ্যদের পরবর্তী প্রতিপক্ষ মধ্যপ্রাচ্যের দেশ ওমান। শক্তির বিচারে তারা ঢের এগিয়ে লাল-সবুজদের চেয়ে। তাই বলে ঘাবড়ে যাচ্ছে না বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষকে মোকাবেলার জন্য ছক কষা হয়েছে। তাতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ম্যাচের শুরু থেকেই রক্ষণ জমাট রাখার বিষয়টি, যে কৌশল বেছে নিয়ে আগের দুই ম্যাচে নজর কেড়েছিলেন জামাল ভূঁইয়ারা।
bangladesh football team
ছবি: বাফুফে

আফগানিস্তানের কাছে হেরে বাছাইপর্ব শুরুর পর কাতার ও ভারতের বিপক্ষে দুটি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে উজ্জীবিত রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছন্দে থাকা জেমি ডের শিষ্যদের পরবর্তী প্রতিপক্ষ মধ্যপ্রাচ্যের দেশ ওমান। শক্তির বিচারে তারা ঢের এগিয়ে লাল-সবুজদের চেয়ে। তাই বলে ঘাবড়ে যাচ্ছে না বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষকে মোকাবেলার জন্য ছক কষা হয়েছে। তাতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ম্যাচের শুরু থেকেই রক্ষণ জমাট রাখার বিষয়টি, যে কৌশল বেছে নিয়ে আগের দুই ম্যাচে নজর কেড়েছিলেন জামাল ভূঁইয়ারা।

আগামীকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান। মাস্কটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে ‘ই’ গ্রুপের খেলাটি শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৮৪তম স্থানে থাকা বাংলাদেশ বাছাইয়ে ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্রুপের পয়েন্ট তালিকায় সবার নিচে রয়েছে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে ওমান। র‍্যাঙ্কিংয়ে দলটি বাংলাদেশের চেয়ে ঠিক ১০০ ধাপ উপরে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বাংলাদেশ দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেছেন, ‘ওমানের বিপক্ষে ম্যাচটি নিশ্চিতভাবেই খুব কঠিন হতে যাচ্ছে। দলের অ্যাপ্রোচ কী হবে তা ইতোমধ্যে খেলোয়াড়দের বুঝিয়ে দিয়েছেন। সারকথা হলো, শুরুতে গোল হজম করা যাবে না। যদি ছেলেরা ওমানকে শুরুতেই গোল করা থেকে বিরত রাখতে পারে, এটা আমাদের খেলোয়াড়দের উদ্দীপ্ত করবে।’

প্রথম তিন ম্যাচে যেসব ভুল-ত্রুটি করেছিল বাংলাদেশ, সেগুলো শুধরে নিয়ে মাঠে আরও ভালো খেলা উপহার দিতে চায় তারা, এমনটাই জানিয়েছেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। তার মতে, ধারাবাহিকতা বজায় রাখতে পারলে এবং নিজেদের শতভাগ উজাড় করে দিতে পারলে ওমানের মাটি থেকে এক পয়েন্ট নিয়ে দেশে ফিরতে পারবেন তারা, ‘আমাদের শক্তিশালী ওমান দলের বিপক্ষে খেলতে হবে, যারা নিজেদের চেনা কন্ডিশনে খেলবে। তবে এই ম্যাচ থেকে কিছু পাওয়ার জন্য আমরা পুরো ৯০ মিনিট শতভাগ মনোযোগ দিয়ে খেলার চেষ্টা করব।’

এখন পর্যন্ত বাছাইয়ে একটিমাত্র গোল করেছে বাংলাদেশ। সবশেষ ম্যাচে ভারতের মাটিতে লক্ষ্যভেদ করেছিলেন ফরোয়ার্ড সাদ উদ্দিন, তাতে ড্র নিয়ে ফিরেছিল ডের দল। ওমানের বিপক্ষেও ইতিবাচক ফলের প্রত্যাশা করছেন সাদ, ‘ওমানের কন্ডিশনের সঙ্গে এরই মধ্যে আমরা মানিয়ে নিয়েছি। সবাই ফিট এবং ভালো অবস্থায় আছে। ভারতের বিপক্ষে গেল ম্যাচের মতো ওমানের বিপক্ষেও আমরা ইতিবাচক ফল বের করার আশা করছি। কোচ গেম-প্ল্যান নিয়ে কাজ করছে এবং আমরা ওমানকে মোকাবিলার জন্য তৈরি।’

উল্লেখ্য, ওমান ম্যাচকে সামনে রেখে দেশটিতে দশ দিনের কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ। গেল ৭ নভেম্বর দেশটির পেশাদার লিগের শীর্ষ স্তরের দল মাস্কট ক্লাবের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন জামাল-সাদরা। সে ম্যাচে ৩-১ গোলে জিতে মূল লড়াইয়ে নামার আগে বেশ আত্মবিশ্বাসও যুগিয়েছেন তারা।

Comments

The Daily Star  | English

The morale issues of Bangladesh Police

There is no denying that for a long time, the police have been used as a tool of repression in the subcontinent

2h ago