বাবরি মসজিদ রায়ের দিন ‘না বলা’ কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়
“অনেক সময়/ কথা না বলেও/ অনেক কথা বলা হয়ে যায়।”- এটি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘না বলা’ কবিতার প্রথম লাইন।
সম্প্রতি অযোধ্যার বাবরি মসজিদ নিয়ে রায় দেয় দেশটির সুপ্রিমকোর্ট। সেই রায়ে শতাব্দী প্রাচীন বাবরি মসজিদের বিতর্কিত স্থানে মন্দির করার দাবির পক্ষে আদেশ দেয় সুপ্রিমকোর্ট।
সেই রায়ের পর দেশটিতে যখন মিশ্র প্রতিক্রিয়া তখন নিশ্চুপ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা। তবে সেই সন্ধ্যাতেই তিনি লিখেন ‘না বলা’ শিরোনামের একটি কবিতা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে আজ (১৩ নভেম্বর) বলা হয়, মামলার রায় ঘোষণার পরেই পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান বিরোধী দলের পক্ষ থেকে মামলার রায় নিয়ে তৃণমূলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তোলেন ক্ষমতাসীন বিজেপির রাজ্য প্রধান দিলীপ ঘোষ।
তবে অনেকের প্রশ্ন- মমতার সেই কবিতাই কি বিরোধীদের প্রশ্নের জবাব?
Comments