অবসরের ঘোষণা দিলেন ভিয়া

স্পেনের হয়ে ২০০৮ উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ ও ২০১০ বিশ্বকাপের শিরোপা জেতা তারকা স্ট্রাইকার ডেভিড ভিয়া অবসরের ঘোষণা দিয়েছেন। চলতি বছরের শেষে পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।
david villa
ছবি: এএফপি

স্পেনের হয়ে ২০০৮ উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ ও ২০১০ বিশ্বকাপের শিরোপা জেতা তারকা স্ট্রাইকার ডেভিড ভিয়া অবসরের ঘোষণা দিয়েছেন। চলতি বছরের শেষে পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।

জাভি হার্নান্দেজ-আন্দ্রেস ইনিয়েস্তা-ইকার ক্যাসিয়াস-জাবি আলোনসো-কার্লোস পুয়োল-সার্জিও রামোস-জেরার্দ পিকেদের নিয়ে গড়া স্পেনের সোনালি প্রজন্মের অন্যতম সদস্য ছিলেন ভিয়া। বুধবার (১৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ফুটবলকে বিদায় বলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। আগামী মাসে ৩৮ বছরে পা দিতে যাওয়া এই ফুটবলার বর্তমানে জাপানের ক্লাব ভিসেল কোবের হয়ে খেলছেন।

ভিয়ার অবসরের কথা জানতে পেরে জে ওয়ান লিগের দল কোবে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শুভকামনা জানিয়ে লিখেছে, ‘একটি অসাধারণ ক্যারিয়ার উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, ভিয়া।’

ভিয়ার ১৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের শুরুটা হয়েছিল স্পোর্টিং গিজনে। এরপর রিয়াল জারাগোজা ঘুরে তিনি নাম লেখান ভ্যালেন্সিয়ায়। সেখানে ক্লাব ক্যারিয়ারের সেরা সময়টা কাটান তিনি। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে মাঠ মাতান ভিয়া, জেতেন দুটি লা লিগা শিরোপা। ২০১০-১১ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বাদও নেওয়া হয়ে যায় তার।

এরপর অ্যাতলেতিকো মাদ্রিদে এক মৌসুম কাটিয়ে লিগ শিরোপা জিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ভিয়া। চার মৌসুম কাটান নিউ ইয়র্ক সিটির হয়ে। এর মাঝে অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটির হয়েও ধারে খেলেন তিনি। সবশেষে গেল বছরের ডিসেম্বরে কোবের হয়ে খেলতে চুক্তিবদ্ধ হন তিনি।

স্পেনের হয়ে ৯৮ ম্যাচ খেলেছেন ভিয়া। ৫৯ গোল নিয়ে দলটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। ২০০৮ ইউরোতে চার গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। আর ২০১০ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পথে পাঁচ গোল এসেছিল তার পা থেকে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago