এমবাপেকে পেতে ৪০০ মিলিয়ন ইউরো খরচ করবে রিয়াল!
বর্তমান সময়ের অন্যতম সেরা তরুণ তারকা কিলিয়েন এমবাপেকে পেতে মুখিয়ে রয়েছে বিশ্বের প্রায় সব সেরা ক্লাবগুলো। তালিকার প্রথমেই আছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এরমধ্যেই তাকে কিনতে কয়েক দফা চেষ্টা করেছিল দলটি। কিন্তু এমবাপের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তা মানেনি। এবার ফরাসী ক্লাবটিকে মানাতে বেশ বড় অঙ্কের প্রস্তাবই দিচ্ছে লস ব্লাঙ্কোসরা।
আর অর্থের অঙ্কটাও যেনতেন নয়, পুরো ৪০০ মিলিয়ন ইউরো। ফুটবল বিশ্বে এতো বিশাল অঙ্কের ট্রান্সফার তো দূরের কথা তার অর্ধেকই কাছাকাছি দেখেছে মাত্র একবার। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার সময় ফরাসী ক্লাবটি নেইমারের রিলিজ ক্লজ ২২০ মিলিয়ন ইউরো পরিশোধ করেছিল। নতুন এ প্রস্তাবটি তার প্রায় দ্বিগুণই বলা চলে। এমন সংবাদই প্রকাশ করেছে ফরাসী গণমাধ্যম লা পারিসিয়ান।
আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ অনুযায়ী অনেক দিন থেকেই জিনেদিন জিদানের রাডারে রয়েছেন এমবাপে। পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোও জানিয়েছেন এ কথা। জিদানের উপর এ নিয়ে বিরক্তিও প্রকাশ করেছেন তিনি, 'এটা খুবই বিরক্তিকর। এখন কোন স্বপ্ন দেখানো বা অন্যকিছু বলার সময় নয়। এটা অবশ্যই বন্ধ করা উচিৎ। এমবাপে আমাদের দলের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আর এই মুহূর্তেই তার (জিদান) পরিস্থিতি অস্থিতিশীল করতে হবে।'
কারণ এমবাপের সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় পিএসজি। কিন্তু সেখানে ঝামেলা রয়েছে একটি। ব্রাজিলিয়ান তারকা নেইমারের উচ্চ বেতন, পাশাপাশি তার সঙ্গে করা চুক্তিও। চুক্তিতে সাফ লেখা রয়েছে ক্লাবের সর্বোচ্চ বেতনের অধিকারী হবেন এ ব্রাজিলিয়ান তারকাই। বেতন বোনাসসহ সবমিলিয়ে বছরে ৩৫ মিলিয়ন পাউন্ড নেন নেইমার। তাই এখন পর্যন্ত এমবাপেকে নতুন কোন প্রস্তাব দিতে পারছে না ক্লাবটি। আর এ সুযোগটা কাজে লাগাতে চাইছে রিয়াল।
ক্রিস্তিয়ানো রোনালদো দল ত্যাগ করার পর তার জায়গায় লুকা জোভিচ ও এডেন হ্যাজার্ডকে কিনেছে রিয়াল। জোভিচ রিয়ালে প্রায় পুরোপুরি ব্যর্থ। আর চেলসির সেই হ্যজার্ডকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তাই এমবাপে হতে পারে দলটির সেরা বিকল্প। লিগ ওয়ানে এখন পর্যন্ত ১০৪ ম্যাচ খেলে ৬৭টি গোল করেছেন এ তরুণ। সঙ্গে সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন ৩১টি।
Comments