তিন পেসার নিয়ে বাংলাদেশকে আক্রমণ, আভাস কোহলির
স্পিন দিয়ে এক সময় প্রতিপক্ষকে কাবু করা ভারতের ভাণ্ডারে এখন বিশ্বের অন্যতম সেরা পেস আক্রমণ। স্পোর্টিং উইকেট বানিয়ে টেস্ট ম্যাচে আগুন ঝরানোর সামর্থ্য তাদের আছে। অধিনায়ক বিরাট কোহলি আভাস দিলেন ইন্দোরে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টেও পেসারদের উপরই থাকছে মূল ভরসা।
ইন্দোরের হোল্কার স্টেডিয়ামের উইকেট শক্ত লাল মাটির। এখানে পেসারদের জন্য আছে রসদ। জাসপ্রিট বোমরাহ চোটের কারণে নেই। কিন্তু স্কোয়াডে আছেন এমন তিনজন যারা প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে যথেষ্ট। কোহলি তাই নাম উল্লেখ করেই জানিয়ে দিলেন বাংলাদেশের ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলতে থাকছেন কারা, ‘উইকেটের দিকে তাকিয়ে এটাই সবচেয়ে ভালো অপশন মনে হচ্ছে। (তিন পেসার খেলানো)। আরেকটি বড় কারণ, উমেশ যেভাবে বোলিং করছে (গত কয়েক টেস্টে)। শামি তো দুর্দান্ত করছেই। বুমরাহ ফিট নয়। গত ২ বছরে ইশান্ত আমাদের সবচেয়ে ধারাবাহিক বোলার এবং টেস্টে আমাদের সাফল্যে তার বড় ভূমিকা আছে। ওর অভিজ্ঞতা দলের জন্য সহায়ক হবে।’
এটাই কি ভারতের ইতিহাসের সেরা পেস আক্রমণ? কোহলির সায় দিলেন এই প্রশ্নেও, ‘আমাকে জিজ্ঞেস করলে বলব, আমাদের পেস আক্রমণ একদম চূড়ায়। সেরা তিনের কথা বলব না। ওদের এটা প্রাপ্য (স্বীকৃতি)। অধিনায়ক হিসেবে যখন যাত্রা শুরু করলাম, এটি নিয়েই ছিল আমাদের আলোচনা। আমার মাথায় এটি ছিল এবং আমি সত্যিই এমন কিছু দেখতে চেয়েছিলাম। ব্যাটিং কখনোই আমাদের সমস্যা ছিল না, স্পিন সমস্যা ছিল না।’
ঠিক আগের প্রজন্মে ভারতের পেস আক্রমণ একাই সামলাতেন জহির খান। জহির চলে যাওয়ার পর বেশ কয়েকদিন ভুগেছে ভারত। এখন সেই সময় বিগত। কোহলি মনে করেন তাদের তূণে আছেন এমন অস্ত্র যারা সব সময়ই থাকে আগ্রাসী, ‘এই পেস আক্রমণ বিশ্বাস করে, যে কোনো উইকেটে প্রতিপক্ষের চেয়ে নিজেরা বেশি কিছু আদায় করে নিতে পারে। সবচেয়ে সেরা ব্যাপার হলো, ওরা ক্রমাগত আরও ক্ষুধার্ত হয়ে মাঠে নামছে। এটিই এই পেস আক্রমণের সেরা শক্তি।’
Comments