সাকিব-তামিম না থাকা মানে তিনজনের ঘাটতি
নিষিদ্ধের কারণে নেই সাকিব আল হাসান, পারিবারিক কারণে নেই তামিম ইকবাল। যেকোনো ফরম্যাটেই এই দুজন ছাড়া খেলতে নামা বাংলাদেশে জন্য চ্যালেঞ্জের। তবে সেটা যদি হয় টেস্ট, ঘাটতিটা তখন আরও প্রকট। সাদা পোশাকের নতুন অধিনায়ক মুমিনুল হক তো মনে করেন এই দুজন না থাকা মানে দলের তিনজনের ঘাটতিতে পড়া।
কথা শেষ করে উঠেই যাচ্ছিলেন মুমিনুল। সাকিব-তামিমের প্রসঙ্গ আসায় ফের বসলেন। জানালেন সেরা দুই তারকা না থাকার ক্ষতি আসলে কতটুকু, ‘আমার মনে হয় দুই জনের জায়গায় ওইখানে তিনজন খেলোয়াড় নেই। সাকিব ভাই তো একজনের জায়গায় দুইজন, সঙ্গে নাই তামিম ভাইও। হ্যাঁ, একটু চ্যালেঞ্জিং হবে।’
সাকিব-তামিম মিলে টেস্টে বাংলাদেশের হয়ে এনেছেন ৮ হাজার ১৮৯ রান। সেইসঙ্গে বল হাতে সাকিবের আছে আরও ২১০টি উইকেট। দুজনের মাঠের উপস্থিতি, খেলার অভিজ্ঞতাও তো ঘাটতি হিসেবে আছেই।
তবে যেহেতু তারা নেই, এই বাস্তবতাও মেনে নিতে চান মুমিনুল, ‘তবে যারা নেই তাদের নিয়ে পড়ে থাকলে তো হবে না। যারা আছে তাদের নিয়েই আমাদের খেলতে হবে। এখন সবাই অনেক বেশি মনোযোগী। আমার মনে হয়, সবাই অনেক বেশি দায়িত্ব নিয়ে খেলবে। টেস্ট চ্যাম্পিয়নশিপকে সবাই একটা সুযোগ হিসেবে দেখছে সবাই। সবাই সেভাবে উদগ্রীব হয়ে আছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু সেটাও ভারতের বিপক্ষে। সবাই পারফরম করার জন্য উদগ্রীব আছে।’
Comments