‘নখ দিয়ে বলে আঁচড় কেটে’ চার ম্যাচ নিষিদ্ধ পুরান
বল টেম্পারিং করে আইসিসির নিষেধাজ্ঞা পেয়েছেন নিকোলাস পুরান। এই বাঁহাতি ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের হয়ে আগামী চারটি টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না। ভিডিও ফুটেজে দেখা গেছে, আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বুড়ো আঙুলের নখ দিয়ে বলে আঁচড় কেটেছিলেন তিনি।
লক্ষ্ণৌতে গেল সোমবার এই ঘটনা ঘটিয়েছেন পুরান। এরপর তার বিরুদ্ধে আইসিসির আচরণবিধির ‘লেভেল থ্রি’ ভাঙার অভিযোগ আনা হয় এবং শাস্তি হিসেবে ম্যাচ রেফারি ক্রিস ব্রড তাকে চার টি-টোয়েন্টির জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্তে আসেন। পুরান দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন, মেনে নিয়েছেন সাজাও। তার নামের পাশে যুক্ত হয়েছে পাঁচটি ডিমেরিট পয়েন্টও।
বলের আকৃতি পরিবর্তন বিষয়ে আচরণবিধির এই ধারার সর্বনিম্ন শাস্তি চার ‘সাসপেনশন পয়েন্ট’। এর অর্থ দুটি টেস্ট কিংবা চারটি ওয়ানডে বা টি-টোয়েন্টি থেকে নিষিদ্ধ হতে হবে। যে সংস্করণের খেলা সামনে থাকবে, সেই সংস্করণেই কার্যকর হয়ে থাকে নিষেধাজ্ঞা।
ভারতের মাটিতে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে উইন্ডিজ। এই গোটা সিরিজে পাওয়া যাবে না তাকে। এরপর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও খেলতে পারবেন না তিনি।
Comments