হাজারতম ম্যাচে গোল উৎসব করে ইউরোর মূল পর্বে ইংল্যান্ড
নিজেদের হাজারতম আন্তর্জাতিক ফুটবল ম্যাচে গোল উৎসব করেছে তরুণদের নিয়ে খেলতে নামা ইংল্যান্ড। উপলক্ষটাকে স্মরণীয় করে রাখার রাতে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন অধিনায়ক ও তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। মন্টেনেগ্রোকে বিধ্বস্ত করে আগামী ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বের টিকিটও নিশ্চিত করেছে ইংলিশরা।
বৃহস্পতিবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠ ওয়েম্বলি স্টেডিয়ামে ৭-০ গোলে জিতেছে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধে ৩৭তম মিনিটের মধ্যে ৫-০ ব্যবধানে এগিয়ে যাওয়া থ্রি লায়ন্সরা দ্বিতীয়ার্ধে আরও দুবার মন্টেনেগ্রোর জালে বল পাঠায়।
ইউরোর টিকিট পেতে ড্র হলেই চলত ইংল্যান্ডের। তবে দুরন্ত ফর্মে থাকা দলটি শুরু থেকেই একের পর এক আক্রমণ চালিয়ে গোল আদায় করে নিয়ে প্রথমার্ধেই জয় নিশ্চিত করে ফেলে। একপেশে ম্যাচের ১১তম মিনিটে লিভারপুলের উইঙ্গার অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন শুরু করেন গোল উৎসবের। আট মিনিট পর ব্যবধান বাড়ান কেইন। পাঁচ মিনিট স্কোরলাইন ৩-০ করেন টটেনহ্যাম হটস্পারের এই ফরোয়ার্ড। তিনটি গোলেরই যোগানদাতা লেস্টার সিটির লেফট ব্যাক বেন চিলওয়েল।
৩০তম মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ড লক্ষ্যভেদ করার সাত মিনিট পর হ্যাটট্রিক পূরণ করেন কেইন। জাতীয় দলের হয়ে এটি তার তৃতীয় হ্যাটট্রিক। ইংল্যান্ডের জার্সিতে তার গোলসংখ্যা বেড়ে হয়েছে ৩১টি। ইউরোর চলমান বাছাইপর্বে ১১ গোল নিয়ে গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন তিনি।
৬৬তম মিনিটে ইংল্যান্ডের আক্রমণ প্রতিহত করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে ফেলেন মন্টেনেগ্রোর আলেকসান্দার সোফ্রানাচ। এরপর ৮৪তম মিনিটে জালের ঠিকানা খুঁজে নেন ট্যামি আব্রাহাম। জাতীয় দলের জার্সিতে চেলসি স্ট্রাইকারের প্রথম গোল এটি।
চলমান বাছাইয়ে চেক প্রজাতন্ত্রের মাঠে লড়াইটি (২-১ গোলে হেরেছিল তারা) বাদে প্রতি ম্যাচেই গোলবন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। সবমিলিয়ে সাত ম্যাচে তারা গোল করেছে ৩৩টি! তিন ম্যাচে করেছে পাঁচটি করে গোল এবং চার, ছয় ও সাত গোল করেছে একবার করে!
সাত ম্যাচে ছয় জয় ও এক হারে ১৮ পয়েন্ট নিয়ে ইউরোর মূল পর্বে খেলা নিশ্চিত করেছে ইংল্যান্ড। আরেক ম্যাচে কসোভোকে ২-১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে উঠে গেছে চেক প্রজাতন্ত্রও। সমান ম্যাচে তাদের অর্জন ১৫ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা কসোভোর পয়েন্ট সাত ম্যাচে ১১।
Comments