খেলা

বাজে শটে ফিরলেন মাহমুদউল্লাহ, বাড়ল বিপদ

মধ্যাহ্ন বিরতির আগে ৪ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ দ্বিতীয় সেশনের শুরুতেই হারিয়েছে আরও এক ব্যাটসম্যানকে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাজে শট খেলে আউট হয়েছেন মাহমুদউল্লাহ। ইনিংসের অর্ধেক উইকেট হারিয়ে ফেলায় ভারতের বিপক্ষে ইনিংস হার এড়ানোর স্বপ্ন আরও ফিকে হতে শুরু করেছে।
mahmudullah
ছবি: বিসিসিআই

মধ্যাহ্ন বিরতির আগে ৪ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ দ্বিতীয় সেশনের শুরুতেই হারিয়েছে আরও এক ব্যাটসম্যানকে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাজে শট খেলে আউট হয়েছেন মাহমুদউল্লাহ। ইনিংসের অর্ধেক উইকেট হারিয়ে ফেলায় ভারতের বিপক্ষে ইনিংস হার এড়ানোর স্বপ্ন আরও ফিকে হতে শুরু করেছে।

এই প্রতিবেদন লেখার সময়, ধুঁকতে থাকা বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভারে ৫ উইকেটে ৮৮ রান। উইকেটে আছেন মুশফিকুর রহিম ১৯ ও লিটন দাস ৬ রানে। বাংলাদেশ এখনও পিছিয়ে ২৫৫ রানে।

ইনিংসে নিজের তৃতীয় উইকেটের দেখা পেয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। তবে মাহমুদউল্লাহকে ফেরাতে তার অবদান কমই! স্যুয়িং করে বেরিয়ে যাওয়া বল খোঁচা দিয়ে স্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ দেন তিনি। মাহমুদউল্লাহ আউট হন ৩৫ বলে ১৫ রান করে। প্রথম ইনিংসেও তার আউটের ধরন ছিল দৃষ্টিকটু।

৪৪ রানের মধ্যে ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুনের বিদায়ের পর মুশফিক-মাহমুদউল্লাহ জুটিতে আসে ২৮ রান, যা এখন পর্যন্ত ইনিংসের সর্বোচ্চ। মুশফিক অবশ্য ফিরতে পারতেন আরও আগে। শামির ডেলিভারিতেই ব্যক্তিগত ৪ রানে রোহিতের হাতে জীবন পান তিনি।

আগের দিন ৬ উইকেটে ৪৯৩ রান তোলার পর আর ব্যাটিংয়ে নামেনি ভারত। ৩৪৩ রানের লিড নিয়ে সকালেই ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক বিরাট কোহলি। তাতে বাংলাদেশ সামনে পায় কঠিন চ্যালেঞ্জ। কিন্তু লড়াই তো দূরের কথা, ইনিংস হার এড়াতে দীর্ঘ সময় টিকে থাকার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না দলের ব্যাটিংয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ৫৮.৩ ওভারে ১৫০ (সাদমান ৬, ইমরুল ৬, মুমিনুল ৩৭, মিঠুন ১৩, মুশফিক ৪৩, মাহমুদউল্লাহ ১০, লিটন ২১, মিরাজ ০, তাইজুল ১, আবু জায়েদ ৭*, ইবাদত ২; ইশান্ত ২/২০, উমেশ  ২/৪৭, শামি ৩/২৭, অশ্বিন ২/৪৩, জাদেজা ০/১০)

ভারত প্রথম ইনিংস: ১১৪ ওভারে ৪৯৩/৬ ইনিংস ঘোষণা (মায়াঙ্ক ২৪৩, রোহিত ৬, পূজারা ৫৪, রাহানে ৮৬, জাদেজা ৬০*, ঋদ্ধিমান ১২, উমেশ ২৫*; ইবাদত ১/১১৫, আবু জায়েদ ৪/১০৮, তাইজুল ০/১২০, মিরাজ ১/১২৫, মাহমুদউল্লাহ ০/২৪)।

লিড: ৩৪৩ রান (ভারত)।

Comments

The Daily Star  | English

I am a class one student in politics: Shakib

The number 1 all-rounder receives a grand welcome in Magura on his first visit since getting nomination from Awami League to contest in the upcoming national polls

24m ago