২৫০ মাইল গতির বৈদ্যুতিক গাড়ি!
সম্প্রতি দুবাইয়ে একটি মোটর প্রদর্শনীতে বিশ্বের দ্রুততম গতির একটি গাড়ি দেখানো হয়েছে। ‘এস্পার্ক আউল’ নামের গাড়িটির গতি ঘণ্টায় ২৫০ মাইল বলে জানা গেছে।
সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিতে চালিত এই গাড়ীটি মাত্র ১ দশমিক ৬৯ সেকেন্ডের মধ্যে ঘণ্টায় ৬০ মাইল গতি তুলতে সক্ষম বলে জানিয়েছে এর জাপানি নির্মাতা প্রতিষ্ঠান এস্পার্ক। এই গাড়িটির নিকটতম প্রতিদ্বন্দ্বী রিম্যাকের ‘কনসেপ্ট টু’ এবং টেসলার ‘রোডস্টার’। ঘণ্টায় ৬০ মাইল গতি তুলতে এই গাড়ি দুটি যথাক্রমে ১ দশমিক ৮৫ এবং ১ দশমিক ৯ সেকেন্ড সময় নেয়।
২০১৭ সালে প্রোটোটাইপ হিসাবে আত্মপ্রকাশকারী এস্পার্কের দাবি অনুযায়ী- এটি জাপানে তৈরি প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক সুপারকার।
২০১২ ব্রেক হর্সপাওয়ার শক্তি সমৃদ্ধ এস্পার্ক আউল-এর লিথিয়াম আয়ন ব্যাটারি পুরোপুরি চার্জ হতে সময় নেয় ৮০ মিনিট।
এস্পার্কের প্রেসিডেন্ট মাসানরি যোশিদা টপ গিয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সংস্থাটি ২০২০ সালের মার্চের মধ্যে জার্মানির নুরবার্গিং রেসট্র্যাকে বিশ্ব রেকর্ডের জন্য চেষ্টা করবে।
মাত্র ৯৯ সেন্টিমিটার উচ্চতা এবং ১২০ কেজি ওজনের এই গাড়িটি সবচেয়ে নিচু এবং হালকা গাড়ি হিসাবে চলবে রাস্তায়।
বিশেষ এই গাড়ি ৫০টি তৈরি করা হয়েছে বাজারজাত করণের জন্য, যার প্রতিটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯ লাখ মার্কিন ডলার।
Comments