বিপিএলের ড্রাফটে জার্মানি-নামিবিয়ার ক্রিকেটার, ভারতের তিন

craig meschede
ক্রেইগ মেশেড। ছবি: টুইটার থেকে নেওয়া

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের ড্রাফটে বিদেশি কোটায় আছে ৪৩৯ ক্রিকেটারের নাম। নিবন্ধিতদের মধ্যে আছেন জার্মানি ও নামিবিয়ার একজন করে খেলোয়াড়। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ডের (বিসিসিআই) চুক্তির বাইরে থাকা তিন ক্রিকেটারও রয়েছেন বিপিএলের ড্রাফটে।

ড্রাফট অনুষ্ঠিত হওয়ার আগের দিন শনিবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ড্রাফটে থাকা দেশি ও বিদেশি খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ১৮১ ক্রিকেটারের নাম নিবন্ধন করা হয়েছে।

ড্রাফটে থাকা জার্মানির ক্রিকেটারের নাম ক্রেইগ মেশেড। ২৭ বছর বয়সী এই ডানহাতি অলরাউন্ডারের জন্ম দক্ষিণ আফ্রিকায়। জাতীয় দলের হয়ে তিনি পাঁচটি টি-টোয়েন্টি খেলেছেন। তিনি আছেন ‘ডি’ ক্যাটাগরিতে। একই ক্যাটাগরিতে আছেন নামিবিয়ার ক্রিস্টি ভিলজোয়েন। ৩২ বছর এই ডানহাতি অলরাউন্ডার জাতীয় দলের পোশাকে দুটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন। এই ক্যাটাগরির পারিশ্রমিক ২০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ ৯৩ হাজার টাকার মতো।

বিদেশি লিগে খেলার অনুমতি না থাকায় বোর্ডের চুক্তিভুক্ত ভারতীয় ক্রিকেটারদের বিপিএলে খেলার উপায় নেই। এর বাইরে থাকায় উইকেটরক্ষক-ব্যাটসম্যান মানবিন্দর বিসলা, স্পিন অলরাউন্ডার কুমার বোরেসা ও পেসার মানপ্রীত গোনির নাম রয়েছে তালিকায়।

এবারের ড্রাফটে সবচেয়ে বেশি ৯৫ খেলোয়াড় আছেন ইংল্যান্ড থেকে। পাকিস্তানের ক্রিকেটারের সংখ্যা ৮৯ জন। ওয়েস্ট ইন্ডিজ থেকে ৬৬, শ্রীলংকা থেকে ৪৪, আফগানিস্তান থেকে ৩৯, দক্ষিণ আফ্রিকা থেকে ৩৫ ও কানাডা থেকে ১৪ ক্রিকেটার রয়েছেন।

এছাড়া জিম্বাবুয়ের ৯, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ৭, স্কটল্যান্ডের ৬, আরব আমিরাতের ৫, নেদারল্যান্ডসের ৫, ওমানের ৪, হংকং ও অস্ট্রেলিয়ার ৩ এবং নেপালের ২ খেলোয়াড়ের নাম আছে ড্রাফটে। নামিবিয়া ও জার্মানির পাশাপাশি নিউজিল্যান্ডের খেলোয়াড়ও থাকছেন একজন।

বিপিএলের সপ্তম আসর মাঠে গড়াবে আগামী ১১ ডিসেম্বর। এর আগে ৮ ডিসেম্বর হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এবারের বিপিএল সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় আয়োজন করছে বিসিবি। তাই দলগুলোর নামও বদলে গিয়েছে। ড্রাফটের খেলোয়াড় তালিকা প্রকাশের সময় নতুন আসরের লোগোও উন্মোচন করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

13m ago