প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দিয়ে এলেন আলাল ও খোকন
বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং খায়রুল কবির খোকন প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সকাল ১১টা ৪০ মিনিটের দিকে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন সেখানে পৌঁছেন। তারপর তারা ১১টা ৫০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে যান।”
“সম্প্রতি, ভারতের সঙ্গে বাংলাদেশ যেসব চুক্তি করেছে সেই চুক্তিগুলোর কপি চেয়ে তারা বিএনপির পক্ষ থেকে একটি চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছেন,” যোগ করেন তিনি।
তিনি আরও বলেন এই চিঠির আরেকটি কপি তথ্য কমিশনের মহাপরিচালকে দেওয়া হবে।
দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির বিষয়গুলো যেনো দেশের মানুষকে জানানো হয়, চিঠিতে সেই দাবিও জানানো হয়েছে।
উল্লেখ্য, তারা দুপুর সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হয়ে আসেন।
Comments