প্রতিপক্ষ খেলোয়াড়কে গালাগাল দিয়ে এক ম্যাচ নিষিদ্ধ প্যাটিনসন

starc and pattinson
মিচেল স্টার্ক ও জেমস প্যাটিনসন (ডানে)। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটার

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে খেলা হচ্ছে না জেমস প্যাটিনসনের। ঘরোয়া প্রথম শ্রেণির আসর শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার হয়ে খেলার সময় প্রতিপক্ষ কুইন্সল্যান্ডের এক খেলোয়াড়কে গালিগালাজ করেন এই পেসার। এর প্রেক্ষিতে আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

প্যাটিনসন অজি ক্রিকেট বোর্ডের আচরণবিধির ২.১৩ ধারা ভঙ্গ করেছেন। তার বিরুদ্ধে আনা লেভেল টু অভিযোগ প্রমাণিত হয়েছে। গেল শুক্রবার শেষ হওয়া শেফিল্ড শিল্ডের ম্যাচের দুই আম্পায়ার জন ওয়ার্ড ও শন ক্রেইগ তার বিরুদ্ধে ভাষা ব্যবহারে মাত্রা অতিক্রম করার অভিযোগ এনেছিলেন। ধারণা করা হচ্ছে, কুইন্সল্যান্ডের ক্যামেরন গ্যাননকে গালাগাল করেছিলেন ২৯ বছর বয়সী প্যাটিনসন।

অপরাধ স্বীকার করে নিয়ে নিজের আচরণের জন্য অনুতপ্ত প্যাটিনসন বলেছেন, ‘মুহূর্তের উত্তেজনায় একটা ভুল করে ফেলেছি আমি। সঙ্গে সঙ্গেই আমি বুঝতে পেরেছিলাম যে আমার কাজটা করা ঠিক হয়নি। আমি ক্ষমাও চেয়েছি, প্রতিপক্ষ ও আম্পায়ার উভয়ের কাছে। আমি ভুল কাজ করেছি এবং শাস্তি মাথা পেতে নিচ্ছি। টেস্ট ম্যাচটা না খেলতে পেরে খুব খারাপ লাগছে আমার। কিন্তু নিয়মনীতিগুলো যথাযথ কারণেই বানানো হয়েছে এবং ভুলটা আমার।’

নিষেধাজ্ঞা পাওয়ায় আগামী ২১ নভেম্বর ব্রিসবেনে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে প্যাটিনসন খেলতে পারবেন না। তাই এটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে যে ওই ম্যাচের অজি একাদশে তৃতীয় পেসার হিসেবে খেলবেন মিচেল স্টার্ক। জস হ্যাজেলউড ও প্যাট কামিন্সের জায়গা পাকাই। একমাত্র স্পিনার হিসেবে দেখা যাবে নাথান লায়নকে।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

10h ago